MCQ
801. প্রাকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কী?
হীরা
পিতল
গ্রানাইড
ইস্পাত
802. বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়?
কুষ্টিয়াতে
বগুড়াতে
পাবনাতে
রংপুরে
803. বায়ুশক্তি কেন্দ্রে সর্বোচ্চ দক্ষতা লাভ করা যায় যখন বাতাসের গতি ঘণ্টায়-
2-4 মাইল
3-6 মাইল
6-7 মাইল
1-3 মাইল
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: NREL প্রদত্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশের উপকূলীয় এলাকা বিশেষত খুলনার দাকোপ, চট্টগ্রামের আনোয়ারা এবং চাঁদপুরের নদী মোহনার এলাকা সমূহে ১০০ মিটার উচ্চতায় বাতাসের গড়বেগ ৬ মিঃ/সেঃ এর বেশি যা বায়ু বিদ্যুৎ উৎপাদনে অভ্যন্ত সম্ভাবনাময়। উক্ত প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের প্রায় ২০,০০০ বর্গ কিলোমিটার এলাকা রয়েছে যেখানে বাতাসের বেগ ৫.৭৫-৭,৭৫ মিঃ/সেঃ যার মাধ্যমে প্রায় ৩০,০০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ পাওয়া সম্ভব। যদিও এই পরিসংখ্যান অনেকগুলো নিয়ামকের উপর নির্ভরশীল তবুও প্রতিবেদনটি বাংলাদেশে বায়ু বিদ্যুতের প্রসার যথেষ্ট আশাব্যঞ্জক।
804. বাষ্পশক্তি প্রকল্পের সার্বিক দক্ষতা কত হয়ে থাকে?
20% প্রায়
29% প্রায়
35% প্রায়
40% প্রায়
805. খুলনা বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান খুলনা জেলার কোথায় অবস্থিত?
ফুলতলায়
ফুলবাড়ীতে
দৌলতপুরে
খালিশপুরে
806. PBS হলো BPDB -এর-
বিদ্যুৎ সরবরাহকারী
H.T. গ্রাহক
L.T. গ্রাহক
বিদ্যুৎ উৎপাদনকারী
807. বাংলাদেশের পূর্ব-পশ্চিমের আন্তঃসংযোগ ব্যবস্থাকে কী বলে?
পূর্ব-পশ্চিম গ্রিড
পশ্চিম অঞ্চল গ্রিড
দক্ষিণ-পূর্ব গ্রিড
উত্তর-পূর্ব গ্রিড
808. বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এল.ডি.সি. কোথায় অবস্থিত?
ঢাকা
চট্টগ্রাম
আশুগঞ্জ
সিদ্ধিরগঞ্জ
809. বাংলাদেশে উন্নতমানের কয়লার খনি আছে-
চট্টগ্রামের সীতাকুণ্ডে
জামালপুরে
দিনাজপুরের বড়পুকুরিয়ায়
লালমনির হাটে
810. বরিশাল বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান বরিশাল জেলার কোথায়?
সদরে
নদীর ধারে
বেলস্টেশনের কাছে
বিমান ঘাটির কাছে
811. শব্দহীন, গন্ধহীন এবং পরিবেশ দূষণমুক্ত শক্তিকেন্দ্র হলো-
বায়ুশক্তি কেন্দ্র
সোলার শক্তি কেন্দ্র
থার্মোইলেকট্রিক পাওয়ার কেন্দ্র
ম্যাগনেটো হাইড্রোডাইনামিক কেন্দ্র
812. কয়লা খনির কাছাকাছি স্থাপন করা উচিত কোনটি?
তাপবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন কেন্দ্র
সোলার বিদ্যুৎ কেন্দ্র
813. সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়?
নীলফামারী
পলাশবাড়ী
বাঘাবাড়ী
রংপুর
814. বাংলাদেশের বিদ্যুৎ উপাদানকারী প্রতিষ্ঠান কোনটি?
BPDB
BREB
DESA
PBS
815. সবচেয়ে বড় ধরনের নিউক্লিয়ার প্লান্টের অবস্থান কোথায়?
রাশিয়ায়
জাপানে
আমেরিকায়
কানাডায়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মোট ৩.৫ বর্গ কিলোমিটার (৮৬০ একর) এলাকায় নিয়ে গঠিত, যা জাপানের ফুকুশিমা জেলার ফুটাদা ও ওকুমা শহরে অবস্থিত। জাপানে ২০১১ সালের ১১ মার্চ ৯.০ মাত্রার ভূমিকম্প এবং সুনামি আঘাতের স্বারা বিদ্যুৎ কেন্দ্রের বড় ক্ষতি হয়।
816. বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়?
ঘোড়াশালে
আশুগঞ্জে
কাপ্তাই-এ
রাউজানে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: (ক) যৌথ মালিকানাধীন হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার প্লান্ট আশুগঞ্জ পাওয়ার প্লান্ট (অতীতে)। যার উৎপাদন ক্ষমতা 1690MW. আমর এই 1690MW বিদ্যুৎ ৮টি ইউনিটের মাধ্যমে উৎপাদন করে থাকে।
(খ) একক মালিকানাধীন হিসাব বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার প্লান্ট পায়রা তাপীয় বিদ্যুৎ কেন্দ্র (বর্তমানে)। যার উৎপাদন ক্ষমতা 1320MW। আর এই 1320MW বিদ্যুৎ দুটি ইউনিটের মাধ্যমে উৎপাদন করে থাকে। প্রত্যেক ইউনিটে 660MW বিদ্যুৎ উৎপন্ন করে তাকে।
817. পল্লিবিদ্যুৎ সমিতির আর্থিক নীতি হলো-
লাভ করা
লাভও না ক্ষতিও না
সেবাদান
বিদ্যুৎ বিল
818. সিলেট জেলার হরিপুরে অবস্থিত, নিম্নের কোনটি?
গ্যাস টারবাইন
ওয়াটার টারবাইন
স্টিম টারবাইন
নিউক্লিয়ার রিয়্যাক্টর
819. দেশের পৌর এলাকাসমূহের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হলো-
BPDB
REB
DESA
PBS
820. টুলের তাপ শোষনে প্রভাব বিস্তারকারী উপাদান নয় কোনটি?
তাপমাত্রা
ঘনত্ব
আবহাওয়া
কুলিং রেট