MCQ
781. ১৮/৮ টাইপ স্টেইনলেস স্টিল বলতে কী বুঝায়?
নিকেল =১৮% ক্রোমিয়াম = ৮%
ক্রোমিয়াম = ১৮%; নিকেল= ৮%
ক্রোমিয়াম = ১৮%; ভ্যানাডিয়াম = ৮%
ক্রোমিয়াম = ১৮%; মলিবডেনাম+ ফসফরাস + সিলিকন = ৮%
782. কাটিং টুলস তৈরি করা হয়-
নিকেল স্টিল থেকে
নিকেল ক্রোম স্টিল থেকে
ক্রোম স্টিল থেকে
হাই-স্পিড স্টিল থেকে
783. ৭টি স্ফটিক সিস্টেমের আওতায় মোট কত রকমের ল্যাটিস আছে?
৭ প্রকার
১০ প্রকার
১২ প্রকার
১৪ প্রকার
784. স্টেইনলেস স্টিল-এ আয়রন ও কার্বন ছাড়া কী থাকে?
নিকেল (Ni)
ক্রোমিয়াম (Cr)
ক ও খ
টিন (Sn)
785. স্টেইনলেস স্টিল-এর করোশন রেজিস্ট্যান্স-এর জন্য দায়ী অ্যালয়টি হচ্ছে --
সিলিকন (Si)
ম্যাঙ্গানিজ (Mn)
কোবাল্ট (Co)
ক্রোমিয়াম (Cr)
786. স্টিলে কোন উপাদান মিশ্রিত করলে ক্ষয়রোধ ক্ষমতা, কাঠিন্যতা, শক্তি এবং তাপে স্টিল লাল বর্ণ হলেও কাটিং-এর গুণ অক্ষুন্ন থাকে?
নিকেল (Ni)
ক্রোমিয়াম (Cr)
ভ্যানাডিয়াম (V)
টাংস্টেন (W)
787. কন্ট্রোল রডগুলোর অবস্থান কোথায়?
কন্ডেন্সারে
রিয়্যাক্টরে
ফিড পাম্পে
প্রেসারাইজারে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: পারমাণবিক জ্বালানির চেইন রিয়্যাকশন শুরু করা, চাহিদা মোতাবেক শক্তি উৎপাদন এবং প্রয়োজনবোধে চেইন রিয়্যাকশন বন্ধ করাই কন্ট্রোল রডের কাজ। কন্ট্রোল রড সাধারণত ক্যাডমিয়াম, বোরন এবং হাফনিয়াম ধাতুর তৈরি।
788. হোয়াইট মেটালের গলন তাপমাত্রা--
২৫°সে.
১৫°সে,
২০°সে.
১২°সে
789. নিচের কোনটির দ্বারা তৈরি তার বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসেবে ব্যবহার হয়?
ভ্যানাডিয়াম (V)
ক্রোমিয়াম (Cr)
নিকেল (Ni)
টাংস্টেন (W)
790. স্টিলের জন্য ক্রিটিক্যাল পয়েন্টের নিম্ন তাপমাত্রা কত হয়ে থাকে?
723°C
600°C
700°C
913°C
791. ফিশন প্রক্রিয়ায় প্রতি বিভাজনের গড়ে সৃষ্ট নিউট্রনের সংখ্যা প্রায়-
2টি
2.5টি
3টি
3.5টি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: তারী পরমাণুর নিউক্লিয়াসকে মন্দগামী নিউটনের আঘাতে বিশ্লিষ্ট করে একাধিক নিউক্লিয়াস তৈরি করার পদ্ধতিকে ফিশন বা বিভাজন বলে।
792. বাংলাদেশের জাতীয় গ্রিডের সর্বোচ্চ ভোল্টেজ কত?
132 কেভি
220 কেভি
230 কেডি
400 কেভি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: ১৩২ কেভি, ২৩০ কেভি, ৪০০ কেডি এবং চলমান ৭৬৫ কেভি।
793. নিচের কোনটি দিয়ে একটি গাড়ির বাম্পার তৈরি করা হয়?
গোল্ড
লো-কার্বন স্টিল
সিলভার
কাস্ট আয়রন
794. নিচের কোন পদার্থ সবচেয়ে বেশি ইলাস্টিক?
রাবার
লৌহ
পিতল
স্বর্ণ
795. নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের কার্যপ্রণালির মিল রয়েছে-
ডিজেল জেনারেটরে
টার্বো অল্টারনেটরে
গ্যাস জেনারেটরে
সোলার জেনারেটরে
796. অ্যারোপ্লেন-এর দেহ তৈরির জন্য অ্যালুমিনিয়াম অ্যালয়- কে প্রধান্য দেওয়ার কারণ হচ্ছে এর--
ক্ষয় প্রতিরোধ ক্ষমতা
উচ্চ তাপ পরিবহন ক্ষমতা
ভালো সারফেস ফিনিশ
উচ্চ শক্ত/ঘনত্বের অনুপাত
797. নিম্নের চারটি ধাতব পদার্থের মধ্যে কোনটির কর প্রবণতা সবচেয়ে কম?
কাস্ট আয়রন
গোল্ড
স্টেইনলেস স্টিল
লো-কার্বন স্টিল
798. হাইস্পিড ফোর্জিং তাপমাত্রা কত?
১০০০-১১৫০°সে
৮০০-১০০০°সে
৬০০-৮০০°সে
১২০০-১৪০০°সে
799. প্রাকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কী?
হীরা
পিতল
গ্রানাইড
ইস্পাত
800. দা, কাচি, ছুরি, ফাইল ইত্যাদিতে কোন টিল ব্যবহৃত হয়?
হাই-কার্বন স্টিল
মাইন্ড স্টিল
লো-কার্বন স্টিল
টুল স্টিল