Image
MCQ
981. 200 ডাইনের বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের অভিমুখে 300 সেমি সরানো হলে কাজের পরিমাণ কত হবে?
6x10^4 erg
6x10^4 erg
3x10^3 erg
6x10 ^3 erg
982. জেমস্ ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কত সালে?
১৫৮৭ সালে
১৭৫৮ সালে
১৮৫৭ সালে
১৫৭৮ সালে
983. একটি সাবস্ট্যান্স (Substance) যার লিকুইড স্টেট সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয়, তখন তা-
ভেপার
পারফেক্ট গ্যাস
বাতাস
বাষ্প
986. সুপারহিটেড ভেপারের আচরণ অনেকটা কীসের মতো?
পারফেক্ট গ্যাসের
বাতাসের
স্টিমের
সাধারণ গ্যাসের
988. ফুট পাউন্ড-এর মান কত?
৩২ ফুট পাউন্ডাল বা ১.৩০×১০^ ৭আর্গ বা ১.৩৫ জুল
৪.২১৪×১০ আর্গ
১৩৮৫×৩০.৪৮ মিটার
উপরের কোনোটিই নয়
990. নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে কাজের পরিমাণ-
1 নিউটন-মিটার
1 জুল
0 মিটার-নিউটন
কোনোটিই না
997. 1 কিলোগ্রাম বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে কতটুকু কাজ হবে?
1 kg-m
1 cm.kg
1 kg-m²
kg-m/sec
999. পাউন্ড বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে যদি 1 ফুট সরণ হয়, তবে তাকে বলা হয়-
1 ফুট-পাউন্ড
1 ফুট-পাউন্ডাল
1 পাউন্ড-ফুট
কোনোটিই নয়
1000. এফপিএস পদ্ধতিতে কাজের নিরপেক্ষ একক কী?
ফুট পাউন্ডাল
আর্গ
ডাইন
ফুট পাউন্ড