MCQ
1021. সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে পাওয়ার প্লান্টকে কত ভাগে ভাগ করা হয়?
দুই ভাগে
তিন ভাগে
চার ভাগে
পাঁচ ভাগে
1022. নিম্নের চারটির মধ্যে কোনটি সর্বাপেক্ষা কম পরিবেশ দূষণকারী পাওয়ার প্লান্ট (Environment pollutingpower plant)?
একটি কয়লা দহন পাওয়ার প্লান্ট
একটি গ্যাস দহন পাওয়ার প্লান্ট
একটি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্ট
একটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট
1023. অনাবৃত ফুয়েল ট্যাংকে তেল সরবরাহ করা হয় কীভাবে?
পাম্পের সাহায্যে
বায়ুমণ্ডলীয় চাপে
জ্বালানির চাপে
মোটরের সাহায্যে
1024. আবৃত ফুয়েল ট্যাংক আকারে কেমন?
বড়
মধ্যম
ছোট
সবক'টি
1025. বাংলাদেশে শক্তির উৎসগুলোর মধ্যে বেশি ব্যবহৃত হচ্ছে কোনটি?
কয়লা
প্রাকৃতিক গ্যাস
বায়ুপ্রবাহ
আণবিক শক্তি
1026. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
পটাশিয়াম
ম্যাগনেশিয়াম
জিঙ্ক
1027. একটি পাওয়ার প্লান্টের সর্বোচ্চ ডিমান্ড 100kW এবং এর বাৎসরিক লোড ফ্যাক্টর 0.3 হলে, এক বছরে উৎপাদিত মোট শক্তির পরিমাণ কত?
362.8MWh
300MWh
233.3MWh
262.8MWh
1028. ইউরেনিয়ামের আইসোটোপগুলোর মধ্যে সবচেয়ে বেশি অস্থিতবস্থায় থাকে-
U(233)
U(234)
U(235)
U(238)
1029. প্রকৃত শক্তি (True power) এবং আপাতশক্তির (Apparent power) অনুপাতকে কী বলা হয়?
ফর্ম ফ্যাক্টর
লোড ফ্যাক্টর
ডিমান্ড ফ্যাক্টর
পাওয়ার ফ্যাক্টর
1030. ইউরেনিয়ামের বহুল ব্যবহৃত আইসোটোপটির নাম কী?
233^U
235^U
238^U
কোনোটিই নয়
1031. প্রকৌশলগত কর্মকাণ্ডে নিম্নের কোন সাইকেল ব্যবহার করা হয়?
থার্মোডায়নামিক্স
কানর্োট
অটো
ডিজেল
1032. আবৃত ফুয়েল ট্যাংকের নির্মাণখরচ কেমন?
কম
লাভজনক
বেশি
কোনোটি না
1033. প্রতি কিলোওয়াট ঘণ্টায় বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম কোথায়?
গ্যাস পাওয়ার প্লান্টে
নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে
হাইড্রো-পাওয়ার প্লান্টে
বায়ুশক্তি পাওয়ার প্লান্টে
1034. পাওয়ার প্লান্টে কন্ডেন্সার ব্যবহার করলে কী ১৫৬ ক ঘটে?
প্লান্টের দক্ষতা বৃদ্ধি পায়
পানি খরচ কম হয়
স্টিম খরচ কম হয়
বাতাস কম লাগে
1035. র্যাংকিন সাইকেলের তাপীয় দক্ষতা কোন বিষয়ের উপর নির্ভরশীল?
বাষ্পের চাপ বাড়িয়ে
বাষ্পের তাপ বাড়িয়ে
কন্ডেন্স ওয়াটারের তাপ বাড়িয়ে
সবক'টি
1036. স্টিম টারবাইনের কাজ হলো নিম্নের কোনটি উৎপন্ন করে?
তাপশক্তি
যান্ত্রিক শক্তি
বিদ্যুৎশক্তি
গতিশক্তি
1037. ইউরেনিয়ামের আইসোটোপ কোনটি?
235^U
234^U
238^U
সবগুলোই
1038. থারমাল পাওয়ার প্লান্টে নিচের কোন কন্ডেন্সার ব্যবহার করা হয়?
সারফেস কন্ডেন্সার
ভ্যাকুয়াম কন্ডেন্সার
ব্যারোমেটিক কন্ডেন্সার
স্পার্ক কন্ডেন্সার
1039. হর্স পাওয়ার = ?
639.43 kcal/hr
326.3 kcal/hr
632.3 kcal/min
632.3 kcal/sec
1040. একটি তাপ ইঞ্জিনের input ও output যথাক্রমে 10,000 J/s এবং 8 kW হলে, তার তাপীয় সক্ষমতা কত?
40%
80%
10%
25%