Image
MCQ
141. দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়-
স্থলবেষ্টিত রাষ্ট্র
বাফার রাষ্ট্র
নিরপেক্ষ রাষ্ট্র
জিরোসাম রাষ্ট্র
143. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো-
আলফা রেস (Alpha rays)
বিটা রেস (Beta rays)
গামা রেস (Gamma rays)
এক্স রেস (X-rays)
145. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন-
কার্ল মার্কস
ফ্রেডরিক এঙ্গলস
ভি.আই.লেনিন
মাও সেতুং
147. 'তমদ্দুন মজলিশ' কী ধরণের সংগঠন?
রাজনৈতিক
সাংস্কৃতিক
সামাজিক
অর্থনৈতিক
148. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?
স্যার এ এফ রহমান
ড. রমেশচন্দ্র মজুমদার
ড. মাহমুদ হাসান
বিচারপতি মুহাম্মদ ইব্রাহীম
149. 'ম্যাকাও' দ্বীপটি কোথায় অবস্থিত?
আরব সাগর
গীত সাগর
দক্ষিণ চীন সাগর
ভূমধ্যসাগর
150. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদ-
৩ বছর
৪ বছর
৫ বছর
৬ বছর
151. শেখ মুজিবুর রহমান রচনাবলি ১ম খণ্ড সম্পাদনা করেন-
আনোয়ার সৈয়দ হক
সেলিনা হোসেন
শেখ রেহানা
শেখ হাসিনা
152. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
অনুচ্ছেদ ২৩
অনুচ্ছেদ ২১
অনুচ্ছেদ ২৪
অনুচ্ছেদ ২২
153. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
যুক্তরাজ্য
পূর্ব জার্মানী
স্পেন
ইতালি
154. পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন-
আবদুল মতিন
মাওলানা ভাসানী
শেখ মুজিবুর রহমান
ধীরেন্দ্রনাথ দত্ত
155. বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম কী?
যশোর
কুমিল্লা
ঢাকা
ময়মনসিংহ
156. 'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত?
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা সেনানিবাস
সোহরাওয়ার্দী উদ্যান
চট্টগ্রাম সেনানিবাস
158. নিচের কোন সংস্থা 'মঙ্গল শোভাযাত্রা' কে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে?
ইউনিসেফ
বাংলা একাডেমি
ইউনেস্কো
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
159. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানী হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়-
ফার্নেস ওয়েল
প্রাকৃতিক গ্যাস
কয়লা
ডিজেল
160. কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তৈরি করেছে?
মার্কিন যুক্তরাষ্ট্র
ফ্রান্স
যুক্তরাজ্য
জার্মানী