Image
MCQ
81. 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
উৎপল
কমল
পঙ্কজ
রঙ্গন
82. 'অভিনিবেশ' শব্দটির অর্থ কী?
বিশেষভাবে
নিস্পৃহ
মনোযোগ
অভিরুচি
83. . কোনটি 'মেঘ' শব্দের সমার্থক শব্দ?
ভূধর
অনিল
বারিদ
অম্বু
84. 'ভ্রমর' অর্থে কোনটি শুদ্ধ নয়?
মধুময়
মৌমাছি
ভোমরা
মধুলেহ
85. নিচের কোনটি 'ময়ূর' শব্দটির সমার্থক?
দ্বিজ
বনিতা
শিলীমুখ
কলাপী
86. 'নদী' শব্দের সমার্থক শব্দ নয়-
পাটনি
তরঙ্গিণী
শৈবলিনী
ফল্গু
87. . নিচের কোনটি পৃথিবীর সমার্থক শব্দ নয়?
নবনী
বসুধা
অচলা
অবনি
88. 'কাদম্বিনী' শব্দের অর্থ কী?
বলহীনা
মেঘমালা
হিতকামনা
নদী
89. কোনটি 'বাতাস' এর প্রতিশব্দ নয়?
হাওয়া
পবন
অর্ণব
অনিল
90. নিচের কোনটি 'ভ্রমর' অর্থে শুদ্ধ নয়?
মৌমাছি
ভোমরা
মধুময়
মধুলেহ
91. নিচের কোনটি 'নন্দন' শব্দের সমার্থক শব্দ-
তনয়
তপন
নির্ঝর
92. 'গন্ধবহ' শব্দের সমার্থক কোনটি?
বাতাস
মহোদর
শিষ্য
ভূধর
93. 'প্রত্যুষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অম্বর
ঊষা
সলিল
অবক্র
94. 'স্রোতস্বিনী' শব্দের অর্থ কী?
সৌন্দর্য
সাগর
পাহাড়
নদী
95. 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
বিটপী
বনানী
পাদপ
শিখরী
96. 'বিহগ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
খেচর
খগ
পাখি
প্রসূন
97. 'শিখণ্ডী' শব্দের অর্থ কী?
ময়ূর
কোকিল
খরগোশ
কবুতর
98. 'পর্বত' এর সমার্থক নয় কোনটি?
ভূধর
গিরি
মার্তণ্ড
অগ্নি
99. 'শিলীমুখ' শব্দের প্রতিশব্দ কোনটি?
তীক্ষ্ণপাথর
গুহা
চুলো
ভ্রমর
100. 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
অরাতি
শম্পা
নলিনী
নগ