MCQ
4321. বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন?
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
জাতীয় সংসদ
প্রতিরক্ষা মন্ত্রণালয়
4322. বাংলাদেশের সংবিধানের কত ধারায় আইনের সংজ্ঞা দেওয়া আছে?
১০৭ ধারা
৮২ ধারা
১৫২ ধারা
১৫৩ ধারা
4323. রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত নিচের কোন বিল সংসদে উত্থাপন করা যায় না?
আইন প্রণয়ন বিল
বেসরকারী বিল
অর্থ বিল
কোনোটিই নয়
4324. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?
এক কক্ষ
দুই বা দ্বি-কক্ষ
তিন কক্ষ
বহুকক্ষ বিশিষ্ট
4325. বাংলাদেশের সংবিধানে এক কক্ষবিশিষ্ট যে অহিনসভার ব্যবস্থা করা হয়েছে, তার নাম কী?
দুর্নীতি দমন কমিশন
জাতীয় সংসদ
নির্বাচন কমিশন
সুপ্রিম কোর্ট
4326. সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কত দিন স্বপদে বহাল থাকতে পারেন?
৬৫ বছর পর্যন্ত
৬৭ বছর পর্যন্ত
রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী
কার্যভার গ্রহণ হতে ৫ বছর
4327. বাংলাদেশে কতজন অ্যাটর্নি জেনারেল আছেন?
৫
১০
১
২
4328. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিলে মোট কয়টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তির শপথগ্রহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয়টি উল্লেখ আছে?
৭
৮
৯
১০
4329. বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
৬৫
৭৮
৯৬
৬৮
4330. বাংলাদেশের সংবিধানের কত ধারায় রাজনৈতিক দলের কথা বলা আছে?
১৪৩ ধারা
১৪৭ ধারা
১৫২ ধারা
১৫৩ ধারা
4331. বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত?
একটি
দুইটি (বাংলা ও ইংরেজি)
তিনটি
চারটি
4332. সংবিধানের কোন অনুচ্ছেদে রেফারেন্ডাম বা গণভোট সংক্রান্ত বিধান রয়েছে?
প্রস্তাবনায়
১০ নং অনুচ্ছেদ
৩ নং অনুচ্ছেদ
কোনো বিধান নেই
4333. বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
আইনমন্ত্রী
স্পিকার
4334. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে?
৫টি
৬টি
৭টি
৮টি
4335. পৃথিবীতে বাংলা ভাষার রচিত সংবিধানের সংখ্যা কয়টি?
একটি
দুইটি
তিনটি
চারটি
4336. আইন অর্থ কোন আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা বা রীতি। আইনের এই ব্যাখ্যা কোথায় প্রদান করা হয়েছে?
জেনারেল ক্লোজেজ অ্যাক্ট, ১৮৯৭
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
দেওয়ানি কার্যবিধি, ১৯০৮
সিভিল কোর্টস অ্যাক্ট, ১৮৮৭
4337. বাংলাদেশের আইনসভার নাম/ বাংলাদেশের আইনসভার নাম
জাতীয় পরিষদ
পার্লামেন্ট
জাতীয় সংসদ
গণপরিষদ
4338. বাংলাদেশ সংবিধানের কোন ভাগে আইনসভা সংক্রান্ত বিধান প্রণীত আছে?
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
পঞ্চম
4339. সংবিধানের বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধ দেখা দিলে কোন পাঠ প্রাধান্য পাবে?
বাংলা
ইংরেজি
উভয়ই
কোনোটিই নয়
4340. বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে?
৫৮
৬১
৬২
৬৪