Image
MCQ
542. অধ্যাপক অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে?
১৯৯৫ সালে
১৯৯৭ সালে
১৯৯৬ সালে
১৯৯৮ সালে
543. 'হোম ইন দ্যা ওয়ার্ল্ড; আ মেমোয়ার' গ্রন্থের লেখক—
নিরদ সি. চৌধুরী
দ্বিজেন শর্মা
আনিসুজ্জামান
অমর্ত্য সেন
544. পাকিস্তান নারী শিক্ষাব্রতী হিসেবে পরিচিত তালেবানদের গুলিতে আহত কিশোরী—
মালালা এবাদি
মালালা জারদারী
মালালা ইউসুফজাই
মালালা আফসুন
545. কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেনকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে?
উন্নয়ন অর্থনীতি
আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব
কল্যাণ অর্থনীতি
মজুরি তত্ত্ব
547. অধ্যাপক অমর্ত্য সেন কোন অর্থনৈতিক তত্ত্বের অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন--
সামাজিক চয়ন তত্ত্ব
বর্গা-চাষ তত্ত্ব
কৌশল নির্ধারণ
সাধারণ তত্ত্ব
548. যে প্রতিষ্ঠান ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে –
আইসিআরসি
ইউনিসেফ
ইউএনএইচসিআর
আইওএম
549. 'Poverty and Famines' গ্রন্থের রচয়িতা কে?
অমর্ত্য সেন
গুনার মিরডাল
মাইকেল লিফট
উইলিয়াম রাস্টো
550. 'The Idea of justice' গ্রন্থের রচয়িতা কে?
অমর্ত্য সেন
উইলিয়াম রসেটা
মাইকেল লিফট
গুনার মিরডাল
551. জন্মসূত্রে বাঙালি যে অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পান তাঁর নাম-
ড. ইউনূস
সামসুল হক
রহমান মোল্লা
অমর্ত্য সেন
553. অমর্ত্য সেনের মতে গণতান্ত্রিক দেশে যা থাকা কাম্য নয় –
স্বৈরাচার
সামরিক শাসন
দুর্নীতি
দুর্ভিক্ষ
554. নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাবা নিচের কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়
কল্যাণী বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
555. নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
ফজলে হাসান আবেদ
মুহম্মদ ইউনুস
অমর্ত্য সেন
556. কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল?
১৯২৬ সালে
১৯৬৯ সালে
১৯৩৩ সালে
১৯৮৯ সালে
558. সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
কৈলাশ সত্যার্থী
প্রফেসর আব্দুস সালাম
মালালা ইউসুফজাঈ
রবীন্দ্রনাথ ঠাকুর
559. নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাই কোন দেশের নাগরিক?
ভারত
বাংলাদেশ
পাকিস্তান
নেপাল
560. ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কততম বাঙালি নোবেল বিজয়ী?
প্রথম
তৃতীয়
চতুর্থ
দ্বিতীয়