Image
MCQ
3. কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে?
ব্রোমিন
নাইট্রোজেন
আয়োডিন
ক্লোরিন
4. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
১০ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
০৭ এপ্রিল ১৯৭১
২৫ এপ্রিল ১৯৭১
6. পরিবেশের কোন দূষনের ফলে প্রধানত উচ্চ রক্তচাপ হবে পারে?
পানি দূষণ
বায়ু দূষণ
মাটি দূষণ
শব্দ দূষণ
7. কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন?
ইউনিসেফ
বিশ্বব্যাংক
ইউএনডিপি
ইউনেস্কো
9. বাংলাদেশে সর্বপ্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কোনটি?
হরিপুর
ছাতক
তিতাস
কৈলাশটিলা
10. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
কামরুল হাসান
হাশেম খান
জয়নুল আবেদিন
হামিদুর রহমান
12. বাংলাদেশে বর্তমানে কয়ম্ভর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
13. বাংলাদেশের সবোর্চ্চ রাষ্ট্রীয় পুরষ্কার কোনটি?
একুশে পদক
স্বাধীনতা পুরস্কার
শিল্পকলা পুরষ্কার
বাংলা একাডেমি পুরষ্কার
16. বাংলাদেশের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
দিনাজপুরে
মাগুরা
নেত্রকোনা
ফরিদপুর
17. বাংলাদেশে সর্বশেষ স্থাপিত স্থবন্দর কোন জেলায় অবস্থিত?
সিলেট
দর্শনা
তামাবিল
বুড়িমারী
19. বৌদ্ধ সভ্যতার নিদর্শন 'তক্ষশীলা' কোন দেশে অবস্থিত?
পাকিস্তান
নেপাল
ভারত
ভুটান
20. জাতিসংঘের সাধারণ পরিষদেও সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর আন্তজাতিক বর্ণ বৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে?
২১ ফেব্রুয়ারী
২১ মার্চ
২৪ অক্টোবর
১৬ ডিসেম্বর