MCQ
1. আনসিমেট্রিক্যাল ফল্ট কী কী ধরনের হয়?
সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট
লাইন টু লাইন ফল্ট
ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট
সবগুলো
2. Power system-এ GIS বলতে কী বুঝায়?
Group Insurance System
Gas Insulated Service
Gas Insulated Switchgear
Gear Insulated Switchgear
3. একটি 220V, 7.5kW মোটরের নিরাপত্তার জন্য ফিউজের সর্বোচ্চ সাইজ হওয়া উচিত-
35
60
75
20
4. বৈদ্যুতিক ফিউজের রেটিং হয়-
ভোল্ট
অ্যাম্পিয়ার
ফ্যারাডে
হেনরী
5. সার্কিট ব্রেকার ও আইসোলেটরের সমন্বয়ে গঠিত হয়-
বাসবার
সার্কিট ব্রেকার
রিলে
বাস কাপলার
6. সিস্টেমে যে ফল্টের কারণে তিন ফেজের প্রতিটি ফেজে সমপরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, সে ধরনের ফল্টকে ---বলে।
সিমেট্রিক্যাল ফল্ট
শর্টসার্কিট
আনসিমেট্রিক্যাল ফল্ট
কোনোটিই নয়
7. বাসবার ম্যাটেরিয়াল হিসাবে কী ব্যবহৃত হয়?
সিলভার
কপার
অ্যালুমিনিয়াম
খ ও গ
8. ওভারলোড প্রটেকশন কোথায় ব্যবহার করা হয় না?
ট্রান্সফরমারে
ডিসি মোটরে
ইন্ডাকশন মোটরে
অল্টারনেটরে
9. কোনটি ফল্টের কারণ?
লাইটনিং চার্জ
হোল্ডার নষ্ট হলে
বাল্ব ফিউজ হলে
ফিউজ পুড়ে গেলে
10. CCL, ফিউজ-এ উচ্চমানের রোধ অংশ যুক্ত থাকে কেন?
শর্টসার্কিট কারেন্ট হ্রাস করার জন্য
শর্টসার্কিট ভোল্টেজ হ্রাস করার জন্য
Inductance বৃদ্ধির জন্য
Capacitance বৃদ্ধির জন্য
11. ভালো সুইচগিয়ার এবং প্রটেকটিভ ডিভাইসসমূহের কয়টি গুণাবলি থাকা আবশ্যক?
৫টি
৭টি
৬টি
৮টি
12. পাওয়ার সিস্টেমে কী কী ধরনের রিয়্যাক্টর ব্যবহৃত হয়?
সিরিজ রিয়্যাক্টর
শান্ট রিয়্যাক্টর
পিটারশন কয়েল
সবগুলো
13. HRC ফিউজের ফিলিং পদার্থ হিসাবে কী ব্যবহৃত হয়?
কোয়ার্টজ পাউডার
কাঠের গুঁড়া
বালি
লবণ
14. লো-অয়েল ব্রেকারে কয়টি চেম্বার থাকে?
2টি
3টি
4 টি
5 টি
15. কোনটি সুইচ গিয়ার?
তার
হোল্ডার
ফিউজ
বাল্ব
16. সিমেট্রিক্যাল ফন্টে প্রতি ফেজে কোণের মান কত থাকে?
100°
120°
130 °
126°
17. নিচের কোনটি নিত্যব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতির সংরক্ষণে ব্যবহৃত হয়?
MCB
Fuse
Isolator
ক এবং খ উভয়ই
18. ---এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী পাত বা রড, যা এক বা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ ও বিতরণ করে।
রিলে
ফিউজ
বাসবার
সার্কিট ব্রেকার
19. Buchholz রিলে কোথায় ব্যবহৃত হয়?
Alternator
Induction motor
ট্রান্সফরমার
Synchronous মোটর
20. শর্টসার্কিট ফল্ট কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার