Image
হাইড্রোলিক্স MCQ
262. একটি বস্তুর বাতাসে ওজন= 3kg, পানিতে ওজন = 2.5 kg হলে specific gravity কত?
1
4
6
5
263. স্থির তরলে খাড়াভাবে ডুবন্ত একটি তলের উপর Centre of pressure- এর অবস্থান-
ডুবন্ত তলের Centroid-এ
সর্বদাই তলের Centroid-এর উপরে
সর্বদাই তলের Centroid-এর নিচে
উপরের কোনোটিই নয়
264. Pitot tube দিয়ে কী মালা হয়?
Stagnation point-এর বেগ
Stagnation pressure
Static pressure
Dynamic pressure
267. কোন ধরনের aggregate ব্যবহার করলে workability ভালো পাওয়া যায়?
elongated
angular
rounded
সবগুলো
269. Piezometer দিয়ে তরল পদার্থের যে Pressure মাপা হয়, তা হলো-
Atmospheric pressure
Gauge pressure
Absolute pressure
Vacuum pressure
271. পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ –
কমে
স্থির থাকে
বাড়ে
উপরের কোনোটিই নয়
272. Slab-এর ক্ষেত্রে কতটুকু Clear cover দিতে হয়?
bar dia অথবা 40 mm
bar dia অথবা 15 mm
bar dia + 15 mm
40 mm
273. কোনো বস্তুর অবস্থানের কারণে যে Energy উৎপন্ন হয়, তার নাম-
Kinetic energy
Potentiel energy
Electrical energy
Chemical energy
274. IC ইঞ্জিনের জ্বালানি দহন ঘটে—
সিলিন্ডারের বাহিরে
সিলিন্ডারের অভ্যন্তরে
কোথাও দহন ঘটে না
কোনোটিই নয়
275. Lateral এবং Linear strain এর অনুপাতকে কী বলে?
Bulk modulus
Modulus of elasticity
Poisson ratio
Modulus of toughness
278. এক বায়ুমন্ডলীয় চাপ সমান—
১৪.৭ কেজি/সেমি^2
১ কেজি/সেমি^2
১.০৩৩ কেজি/সেমি^2
১.০৩৩ কেজি/সেমি^2
279. Concrete placing এবং compacting-এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
segregation
bulking
bleeding
creeping
280. একটি ৪০ মিমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে ৩.৪ কিলো প্যাসকেল চাবে ১.৫ মি/সে. বেগে পানি প্রবাহিত হয়। যদি পাইপের ডেটাম হেট ৭.০ মিটার হয়, তবে প্রবহের মোট শক্তি বা হেড কত মিটার?
6.56 m
5.23 m
7.47m
8.33m