Image
হাইড্রোলিক্স MCQ
261. এক বায়ুমন্ডলীয় চাপ সমান—
১৪.৭ কেজি/সেমি^2
১ কেজি/সেমি^2
১.০৩৩ কেজি/সেমি^2
১.০৩৩ কেজি/সেমি^2
262. Pitot tube দিয়ে কী মালা হয়?
Stagnation point-এর বেগ
Stagnation pressure
Static pressure
Dynamic pressure
263. একটি ৪০ মিমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে ৩.৪ কিলো প্যাসকেল চাবে ১.৫ মি/সে. বেগে পানি প্রবাহিত হয়। যদি পাইপের ডেটাম হেট ৭.০ মিটার হয়, তবে প্রবহের মোট শক্তি বা হেড কত মিটার?
6.56 m
5.23 m
7.47m
8.33m
264. পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ –
কমে
স্থির থাকে
বাড়ে
উপরের কোনোটিই নয়
265. স্থির তরলে খাড়াভাবে ডুবন্ত একটি তলের উপর Centre of pressure- এর অবস্থান-
ডুবন্ত তলের Centroid-এ
সর্বদাই তলের Centroid-এর উপরে
সর্বদাই তলের Centroid-এর নিচে
উপরের কোনোটিই নয়
269. Stoke's law is used to determine the (স্টোকস আইন নির্ধারণ করতে ব্যবহৃত হয়)?
Specific gravity of soil solids
density of soil suspension
grain size distribution of those soils whose grain size is finer than 0.07
all of the above
270. কোন প্রবাহের Reynolds নাম্বার ২১৫০ হলে, তা কী ধরনের প্রবাহ?
ক্রিটিক্যাল
ফ্রো ল্যামিনার
অবাধ্য/টার্বুলেন্ট
সুটিং
271. Slab-এর ক্ষেত্রে কতটুকু Clear cover দিতে হয়?
bar dia অথবা 40 mm
bar dia অথবা 15 mm
bar dia + 15 mm
40 mm
272. Piezometer দিয়ে তরল পদার্থের যে Pressure মাপা হয়, তা হলো-
Atmospheric pressure
Gauge pressure
Absolute pressure
Vacuum pressure
274. Pipe এর Headloss এর কারণ কী?
প্রবাহজনিত ঘষণ
হঠাৎ প্রসারণ
হঠাৎ সংকোচন
সবগুলো
278. কোনো বস্তুর অবস্থানের কারণে যে Energy উৎপন্ন হয়, তার নাম-
Kinetic energy
Potentiel energy
Electrical energy
Chemical energy
279. IC ইঞ্জিনের জ্বালানি দহন ঘটে—
সিলিন্ডারের বাহিরে
সিলিন্ডারের অভ্যন্তরে
কোথাও দহন ঘটে না
কোনোটিই নয়
280. একটি বস্তুর বাতাসে ওজন= 3kg, পানিতে ওজন = 2.5 kg হলে specific gravity কত?
1
4
6
5