হাইড্রোলিক্স MCQ
301. একটি নমুনা মৃত্তিকার জলীয়াংশের শতকরা হার = 45%, GS = 2.90 হলে নমুনাটির ভয়েড রেশিও কত?
0
1.305
1.0305
2.032
302. Pitot tube দ্বারা কী পরিমাপ করা হয়?
চাপ
গতিবেগ
প্রবাহ
তাপমাত্রা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: Pitot tube দ্বারা তরলের গতিবেগ নির্ণয় করা হয়।
303. V = (√s) Formulaটি কোনটি?
Chezy
Reynold's
Manning
Darcy
304. Slab-এর ক্ষেত্রে Reinforcement এর সর্বোচ্চ % কত?
1%
4%
6%
৪%
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্ল্যাবের ক্ষেত্রে Reinforcement ব্যবহার করতে হয়, তার gross area 0.75-1%।
305. দুটি নলকূপের individual discharge যথাক্রমে Q, এবং Q. নলকূপ দুটির একত্রিত discharge কত হবে?
Q1+Q2
> (Q1+Q2)
< (Q1+Q₂)
কোনোটিই নয়
306. Sewer pipe-এ কোন গ্যাসের কারণে বিস্ফোরণ হতে পারে?
CO₂
CH
NH
CO
307. Concrete এ Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
2-3
14
7
28
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায় ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে Formwork বলে। কলাম, বিম ও স্ল্যাবের ক্ষেত্রে Formwork সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে ফেলা হয়।
308. beam-এর Free end এর rotation (slope) কত?
Pl^2/EI
Pl^2/2EI
Pl^2/3EI
Pl^2/4EI
309. কোন Formula দিয়ে Fire demand হিসাব করা যায়?
Kuichling formula
Manning formula
Darcy-Weisbach
Chezy's formula
310. Retaining wall design-4 Bearing capacity-র জন্য অন্তত কত Factor of Safety রাখা উচিত?
2
2.5
3
4
311. Coefficient of curvature =
D60^2 / D20Xd10
D10^2/ D60Xd30
D30/d60XD10
D30^2/D60×D10
312. 3% sulphur-যুক্ত কয়লা 1kg/sec হারে পোড়ানো হচ্ছে। বার্ষিক sulphur নিঃসরণ কত?
1.8 × 10^6 kg/year
1.8×10 kg/year
1.8 kg/year
180 kg/year
313. Pavement-এর সবচেয়ে নিচের স্তরকে কী বলে?
Subgrade
Base
Sub-base
Grade
314. Void ratio (e) এবং porosity (n)-এর সম্পর্ক কীরূপ?
n=1+e/1-e
e=1+nn/1-n
n=e/1-e
e=n/1-n
315. Concrete-এর Workability কার সমানুপাতিক?
Agg-cement ratio
Agg grading
প্রস্তুতির সময়
সবগুলো
316. Young's modulus 200 GN/m², Modulus of Rigidity 80 GN/m² পয়সন অনুপাত কত?
0.25
0.15
0.2
0.3
317. একটি cantilever beam-এ যদি shear force parabolic loading থাকে তাহলে তার diagram হবে-
linear
cubic
quadratic
uniform
318. Angle of internal friction = 30° হলে coefficient of active earth pressure = ?
3
1/3
1
1/2
319. ব্যাসার্ধের বৃত্তাকার ক্ষেত্রের- centroidal axis বরাবর radius of gyration কত?
πr^4/4
πr^4/2
r/4
r/2
320. একটি Drainage basin-এর দূরতম বিন্দু থেকে Drain outlet-এ পানি প্রবাহের জন্য যে সময় লাগে, তাকে কী বলে?
Time of dilution
Time of concentration
Critical time
কোনোটিই নয়