EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

হাইড্রোলিক্স MCQ
301. একটি নমুনা মৃত্তিকার জলীয়াংশের শতকরা হার = 45%, GS = 2.90 হলে নমুনাটির ভয়েড রেশিও কত?
0
1.305
1.0305
2.032
302. Pitot tube দ্বারা কী পরিমাপ করা হয়?
চাপ
গতিবেগ
প্রবাহ
তাপমাত্রা
ব্যাখ্যা: ব্যাখ্যা: Pitot tube দ্বারা তরলের গতিবেগ নির্ণয় করা হয়।
304. Slab-এর ক্ষেত্রে Reinforcement এর সর্বোচ্চ % কত?
1%
4%
6%
৪%
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্ল্যাবের ক্ষেত্রে Reinforcement ব্যবহার করতে হয়, তার gross area 0.75-1%।
305. দুটি নলকূপের individual discharge যথাক্রমে Q, এবং Q. নলকূপ দুটির একত্রিত discharge কত হবে?
Q1+Q2
> (Q1+Q2)
< (Q1+Q₂)
কোনোটিই নয়
307. Concrete এ Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
2-3
14
7
28
ব্যাখ্যা: ব্যাখ্যা: Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায় ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে Formwork বলে। কলাম, বিম ও স্ল্যাবের ক্ষেত্রে Formwork সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে ফেলা হয়।
309. কোন Formula দিয়ে Fire demand হিসাব করা যায়?
Kuichling formula
Manning formula
Darcy-Weisbach
Chezy's formula
312. 3% sulphur-যুক্ত কয়লা 1kg/sec হারে পোড়ানো হচ্ছে। বার্ষিক sulphur নিঃসরণ কত?
1.8 × 10^6 kg/year
1.8×10 kg/year
1.8 kg/year
180 kg/year
315. Concrete-এর Workability কার সমানুপাতিক?
Agg-cement ratio
Agg grading
প্রস্তুতির সময়
সবগুলো
317. একটি cantilever beam-এ যদি shear force parabolic loading থাকে তাহলে তার diagram হবে-
linear
cubic
quadratic
uniform
319. ব্যাসার্ধের বৃত্তাকার ক্ষেত্রের- centroidal axis বরাবর radius of gyration কত?
πr^4/4
πr^4/2
r/4
r/2
320. একটি Drainage basin-এর দূরতম বিন্দু থেকে Drain outlet-এ পানি প্রবাহের জন্য যে সময় লাগে, তাকে কী বলে?
Time of dilution
Time of concentration
Critical time
কোনোটিই নয়