Image
MCQ
81. নিচের কোনটি আর্দ্রতারোধী জ্বরে ব্যবহৃত হয়?
জিওটেক্সটাইল
ফোম
কটন
বিটুমিন
82. অক্সিজেন জারিত অ্যাসফাস্টের বাণিজ্যিক নাম কোনটি?
Maxphalt R 115/15
Spremax 180/200
Mexphalt 80/100
Mexphalt R-95/100
83. থার্মোপ্লাস্টিক কত ডিগ্রির বেশি তাপ সহ্য করতে পারে?
১০০° সেঃ
২০০° সেঃ
১৫০°সেঃ
২৫০°সেঃ
84. বিটুমিনজাত সামগ্রীর বর্ণ কিরূপ?
কৃষ্ণ
শ্বেত
রক্তিম
কোনটি নয়
85. নিচের কোন সাম্প্রীটি পেইন্টের বাহন?
রেড লেড
বাদাম তেল
ম্যাঙ্গানিজ সালফেট
ন্যাপথা
86. নিচের কোন সামগ্রীটি পেইন্টের দ্রাবক?
লিথোপেন
আম্বর
তারপিন তেল
লেড অ্যাসিটেট
87. প্রকৃতিতে প্রাপ্ত অ্যাসফাস্ট কোনটি?
সারফেইস অ্যাসফ্যন্ট
লেইক অ্যাসফাস্ট
রক অ্যাসফাল্ট
কোনটিই নয়
88. নিচেটর কোনটি শব্দ অন্তরক সামগ্রী?
নিশ্চিদ্র দেয়াল
গ্লাস উলের টালি
নরম কাঠের পার্টিশন
কোনটিই সঠিক নয়
89. টারকে পাতন করে যে তলানী পাওয়া যায় তার নাম কী?
অ্যামালশন
অ্যালকোহল
পিচ
অ্যাসফাল্ট
90. নিচের কোন সামগ্রীটি পেইন্টের মূল উপাদান?
হোয়াইট লেড
তিষির তেল
জিঙ্ক সালফেট
তারপিন তেল
91. সিমেন্টে Final Setting time কত?
১০ ঘন্টা
৪ ঘন্টা
৫ ঘন্টা
৬ ঘন্টা
93. Ordinary portland cement এর Initial setting time কত?
৫ মিনিট
৩০ মিনিট
১০ মিনিট
৫ ঘন্টা
94. নিচের কোনটি পেইন্টের শুঙ্কিকর উপাদান?
লেড মনোক্সাইড
কাস্টা ওয়েল
ক্রোম গ্রিন
আয়রন অক্সাইড
95. আমাদের দেশে শীতকালে কত এ.এস. ই নম্বরের পিচ্ছিল কারক ব্যবহৃত হয়?
১০
২০
৩০
৪০
96. Paint- এর thinner হিসেবে সাধারণত ব্যবহৃত হয়-
পানি
টার
তারপিন
অ্যালকোহল
97. কোনটি থার্মোপ্লাস্টিক?
ক্রাইলিক
নাইলন
অ্যালকালি
পলিস্টারিন
98. অবস্থাভেদে পিচ্ছিল কারক কয় ভাগে ভাগ করা যায়?
99. বাংলাদেশে কোন গ্যাস ক্ষেত্রে সর্বাধিক গ্যাস মজুদ আছে?
তিতাস
হবিগঞ্জ
হরিপুর
বাখরাবাদ
100. নিচের কোনটিতে বিটুমিন সম্পূর্ণরূপে দ্রবণীয়?
তারপিন
পানি
স্পিরিট
অ্যালকোহল