MCQ
101. নিচের কোনটি পূর্ণ নির্মিত কাঠ?
পারটেক্স বোর্ড
সানবোর্ড
হার্ডবোর্ড
ভিনিয়ার
102. তাপ ও শব্দ অন্তরক হিসাবে কোন বোর্ড ব্যবহৃত হয়?
সানবোর্ড
হার্ডবোর্ড
কর্কবোর্ড
লেমিনেটেড বোর্ড
103. নির্মাণ গাত্রে সংরক্ষণকারী প্রলেপনের মূল উদ্দেশ্য কোনটি?
সৌন্দর্য বৃদ্ধি
মসৃণ করা
সামগ্রী আবৃত করা
আবহ ক্রিয়া থেকে রক্ষা করা
104. লেন্স তৈরিতে ব্যবহৃত গ্লাসের নাম-
সেফটি গ্লাস
বোর সিলিকেইট গ্লাস
গম্রস ফ্লিট
পাইরোসিয়াম
105. স্কাই লাইটে কোন ধরনের গ্লাস ব্যবহৃত হয়?
শিট প্লাস
ওয়ার্ড গ্লাস
সোডা লাইম গ্লাস
প্লেট গ্লাস
106. সুন্দরী কাঠের উচ্ছিষ্ট থেকে তৈরি বোর্ডের নাম কি?
সানবোর্ড
হার্ডবোর্ড
ব্যাটেন বোর্ড
কোনটি নয়
107. পূর্ণ - কোণ পদ্ধতিতে কত তাপে (ফাঃ) সংরক্ষণ করা হয়?
১৯০°F
২১০°F
২০৭°F
১৮০°F
108. বোর্ডের পিঠে হট প্রেসিং পদ্ধতিতে ফরমিকা লাগাতে কত ডিগ্রি তাপমাত্রার দরকার?
৩০০°F
২০০°F
৩৫০°F
২৫০°F
109. লাৎ নেইল কোন ধরনের কাঠে ব্যবহৃত হয়?
শক্ত কঠে
লম্বা কাঠে
সরু কাঠে
নরম কাঠে
110. হালকা পুরুত্বের কাঠের পাতকে কি বলা হয়?
ব্যাটেন বোর্ড
ভিনিয়া
প্ল্যাউড
পুনঃনির্মিত বোর্ড
111. নিচের কোনটি কাঠ সাদৃশ্য সামগ্রী?
প্লাস্টিক বোর্ড
লেমিনেটেড বোর্ড
বেকালাইট বোর্ড
কোনটি নয়
112. বৃক্ষের কোন অংশ থেকে সংগৃহীত কাঠ সর্বোত্তম?
অসারাংশ
সারাং
মজ্জা
কোনটিই নয়
113. স্পাইক কি ধরনের মেম্বার সংযোগে ব্যবহৃত হয়?
বৃহদাকার
হালকা
সরু
কোনটি নয়
114. কাঠের জয়েন্টে স্পাইকের দৈর্ঘ্য সাধারণত কত হয়ে থাকে?
১৫-২০ সে.মি.
১০-১৫ সে.মি.
২০-২৫ সে.মি.
২৫-৩০ সে.মি.
115. নৌকার কাজে সর্বাধিক ব্যবহৃত কাঠ পরিশুদ্ধকরণ পদ্ধতি কোনটি?
স্কুট পরিশুদ্ধকরণ
বাষ্পে পরিশুদ্ধকরণ
ধুয়ার পরিশুদ্ধকরণ
রাসায়নিক পরিশুদ্ধকরণ
116. পানি ও জিঙ্ক ক্লোরাইডের দ্রবণে টিম্বারের সংরক্ষক হিসাবে কিরূপ স্থানে ব্যবহৃত হয়?
ভিজা স্থানে
পানির নিচের
শুকানো স্থানে
কোনটি নয়
117. নিচের কোনটি প্রাকৃতিক জৈব আসঞ্জক?
রক্ত এলবুমিন আঠা
ইউরিয়া ফরমালডিহাইড
ফেনল ফরমালডিহাইড
একইলিক আঠা
118. চেরাই করা কাঠকে কি ধরনের টিম্বার বলা হয়?
স্টান্ডিং টিম্বার
লগ টিম্বার
রাফ টিম্বার
কনভার্টেড টিম্বার
119. নিচের কোনটি পাটখড়ি থেকে তৈরি?
পারটেক্স
জুটেক্স
সানবোর্ড
লেমিনেটেড বোর্ড
120. ফেরো সিমেন্ট পানির ট্যাংক তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
প্রসারিত ধাতুর জলি
লোহার পাত
তার জালি
মোট লৌহদন্ড