MCQ
141. নিচের কোনটি সঠিক নয়?
(A+B)=A.B
(A+B)=A+B
(A.B.C)=A+B+C
(A+B+C)=A.B.C
142. ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল কোনটি?
অবকাঠামোগত
প্লাটফর্মভিত্তিক
সফ্টওয়্যার
উপরের সবগুলো
143. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
১০-৩০ মিটার
১০-৫০ মিটার
১০-১০০ মিটার
১০-৩০০ মিটার
144. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
স্ট্রাটোমণ্ডল
ট্রপোমণ্ডল
মেসোমণ্ডল
তাপমণ্ডল
145. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
পুকুরের পানিতে
লেকের পানিতে
নদীর পানিতে
সাগরের পানিতে
146. API মানে-
Advanced Processing Information
Application Processing Information
Application Programming Interface
Application Processing Interface
147. মাইক্রোসফ্ট IIS হচ্ছে একটি-
ইমেইল সার্ভার
ওয়েব সার্ভার
ডাটাবেইস সার্ভার
ফাইল সার্ভার
148. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
গ্লিসারিন
ফিটকিরি
সোডিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বোনেট
149. যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক । শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
AND গেইট
OR গেইট
NAND গেইট
উপরের কোনোটিই নয়
150. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
ক্লোরোপিত্রিন
মিথেন
নাইট্রোজেন
ইথেন
151. নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?
১১১
১০১
০১১
০০১
152. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম-
ভেগা
প্রক্সিমা সেন্টাউরি
আলফা সেন্টাউরি A
আলফা সেন্টাউরি B
153. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
৭ দিন
৩০ দিন
১৮০ দিন
উপরের কোনোটিই নয়
154. নিচের কোনটি anti-virus সফ্টওয়্যার নয়?
Oracle
McAfee
Norton
Kaspersky
155. Apache এক ধরনের-
Database Management System (DBMS)
Web Server
Web Browser
Protocol
156. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে-
Machine language
C
Java
Python
157. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-
compiler
loader
operating system
bootstrap
158. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
বাস টপোলজি
রিং টপোলজি
স্টার টপোলজি
ট্রি টপোলজি
159. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
Array
Linked list
Stack
Queue
160. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?
Wi-Fi
Bluetooth
Wi-Max
Cellular network