Image
MCQ
61. বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান দেখা যায়?
বান্দরবন
কুষ্টিয়া
কুমিল্লা
বরিশাল
62. একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত?
৩০°
৬০°
৯০°
১২০°
64. নিচের কোন দুর্যোগ ‘Hydro-meteorological’ দুর্যোগ নামে পরিচিত?
বন্যা
খরা
ঘূর্ণিঝড়
ভূমিধস
65. নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
চীন
পাকিস্তান
থাইল্যান্ড
মিয়ানমার
66. একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৩০০ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক উপস্থিত ছিল?
২৪
২৫
৩০
৬০
67. ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?
১২৪
১১৪
১০৪
৯৪
68. চীনের জিনিজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম-
তুর্কমেন
উইঘুর
তাজিক
কাজাখ
69. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের x কোণের মান কত?
54°
72°
108°
126°
70. একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত?
৯ ফুট
৮ ফুট
৫ ফুট
৪ ফুট
71. A এবং B দুটি ঘটনা যেন P(A)=1/2, P(AUB)=3/4 এবং P(B)c=5/8 হলে P(Ac ∩ Bc)=কত?
1/8
1/6
1/4
1/2
72. 1/4- 1/6+1/9-2/7+… ধারাটির অসীম পদের সমষ্টি কত?
S∞ = 20/3
S∞ = 3/20
S∞ =20
S∞=3
75. একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?
522
252
225
155
78. জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
১১
১৫
১৭
২১
79. বাস্তব সংখ্যায় 1/(3x-5) < 1/3 অসমতাটির সমাধান-
−∞ < x < 5/3
8/3 < x < ∞
−∞ < x < 5/2 অথবা 8/3 < x < ∞
−∞ < x < 5/2 এবং 8/3 < x < ∞