Image
MCQ
81. জেমস্ ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে?
Ultra-violet
Infrared
Visible
X-ray
82. প্রকৃতিতে মৌলিক বল কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
83. 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি-
আল মাহমুদ
রফিক আজাদ
আবুল হাসান
আবুল হোসেন
84. "একুশ মানে মাথা নত না করা"- এই অমর পঙক্তির রচয়িতা-
আবদুল গাফফার চৌধুরী
আবুল ফজল
মুনীর চৌধুরী
সিরাজুল ইসলাম
85. প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কতভাগ 2.38U আইসোটোপ থাকে?
50%
99.3%
0%
69.3%
86. কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না?
রাইবোসোম
ক্লোরোপ্লাস্ট
মাইটোকন্ড্রিয়া
পারোক্সিসোম
87. এন্টিবডি তৈরি করে নিচের কোনটি?
Red blood corpscle
Thrombocyte
B Lymphocyte
Monocyte
88. অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কোনটি?
গ্লাইসিন (Glycine)
সেরিন (Serine)
সিস্টিন (Cistine)
ভ্যালিন (Valine)
89. 'নাম রেখেছি কোমল গান্ধার' কাব্যের রচয়িতা-
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষ্ণু দে
অমিয় চক্রবর্তী
প্রেমেন্দ্র মিত্র
90. নিচের কোনটি গ্রীনহাউজ গ্যাস নয়?
জলীয় বাষ্প (H₂O)
কার্বন ডাইঅক্সাইড (CO₂)
মিথেন (CH4)
নাইট্রিক অক্সাইড (NO)
91. কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
জ্যোতিপ্রকাশ দত্ত
রিজিয়া রহমান
শহীদুল জহির
দিলারা হাশেম
92. শামসুর রাহমানের রচিত উপন্যাস-
পতঙ্গ পিঞ্জর
প্রেম একটি লাল গোলাপ
রৌদ্র করোটিতে
অদ্ভুত আঁধার এক
93. গমের মোজাইক ভাইরাস কীভাবে ছড়ায়?
ইদুরের মাধ্যমে
মাইটের মাধ্যমে
বাতাসের মাধ্যমে
পাখির মাধ্যমে
94. 'তৈল' প্রবন্ধটি লিখেছেন-
সুকুমার রায়
রমেশচন্দ্র মজুমদার
শিবনারায়ণ রায়
হরপ্রসাদ শাস্ত্রী
95. সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-
অস্তিত্ববাদ
অভিব্যক্তিবাদ
পরাবাস্তববাদ
দ্বৈতাদ্বৈতবাদ
96. জলীয় দ্রবণে PH এর সর্বোচ্চ মান কোনটি?
১০
১৪
২০
97. 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ'-
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
জসীমউদ্দীন
আব্বাস উদ্দীন আহমদ
98. জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়?
বায়োইনফরমেটিক্স
বায়োমেট্রিক্স
বায়োকেমিস্ট্রি
কোনোটিই নয়
99. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক-
জশুয়া মার্শম্যান
ডেভিড হেয়ার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
100. 'রঞ্জন' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?
বিসর্জন
রক্তকরবী
মুক্তধারা
ডাকঘর