MCQ
101. চণ্ডীচরণ মুন্সী কে?
শ্রীরামপুর মিশনের লিপিকার
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক
102. 'নদী'র সমার্থ শব্দ কোনটি?
সিন্ধু
হিল্লোল
তটিনী
নির্ঝর
103. 'শূন্যপূরাণের' রচয়িতা-
রামাই পণ্ডিত
হলায়ুধ মিশ্র
কাহ্নপা
কুক্কুরীপা
104. 'যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।' কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?
নূরনামা
নসিহতনামা
মধুমালতী
ইউসুফ-জুলেখা
105. 'নীলকর' কোন সমাসের দৃষ্টান্ত?
দ্বন্দ্ব
বহুব্রীহি
নিত্য
উপপদ তৎপুরুষ
106. 'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ-
শির+ছেদ
শিরঃ+ছেদ
শিরশ্+ছেদ
শির+উচ্ছেদ
107. বিভক্তিযুক্ত শব্দ কোনটি?
সরোবরে
চশমা
সরোজ
চম্পক
108. আলাওল কোন শতাব্দীর কবি?
পঞ্চদশ
ষোড়শ
সপ্তদশ
অষ্টাদশ
109. কোনটি প্রত্যয়-সাধিত শব্দ?
ভাইবোন
রাজপথ
বকলম
ঐকিক
110. চর্যাপদের কবিরা ছিলেন-
মহাঘানী বৌদ্ধ
বজ্রঘানী বৌদ্ধ
বাউল
সহজঘানী বৌদ্ধ
111. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-
দ্বারকানাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ ঠাকুর
রথীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
112. বাংলা একাডেমি 'প্রমিত বাংলা বানানের নিয়ম' কত সালে প্রণীত হয়?
১৯৯০
১৯৯২
১৯৯৪
১৯৯৬
113. 'বঙ্কিম' এর বিপরীত শব্দ কোনটি?
বন্ধুর
অসম
সুষম
ঋজু
114. বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?
শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
বড়ু চণ্ডীদাসের জন্মস্থান
চর্যাপদের প্রাপ্তিস্থান
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান
115. 'Pedagogy' শব্দের পরিভাষা-
সহশিক্ষা
নারীশিক্ষা
শিক্ষাতত্ত্ব
শিক্ষানীতি
116. কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?
রবীন্দ্র সংগীত
নজরুল সংগীত
ভাটিয়ালি গান
বাউল গান
117. কোন বানানটি শুদ্ধ?
মুলো
মুলা
ধুলি
ধূলো
118. 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা-
রামমোহন রায়
অক্ষয়কুমার দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রাধানাথ শিকদার
119. উপসর্গযুক্ত শব্দ-
বিদ্যা
বিদ্রোহী
বিষয়
বিপুল
120. ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?
কমলাকান্ত
লোকরহস্য
মুচিরাম গুড়ের জীবনচরিত
যুগলাঙ্গুরীয়