Image
MCQ
41. ৬ দফা আন্দোলনের প্রথম শহিদ কে?
শামসুজ্জোহা
রফিক
মনুমিয়া
সালাম
42. বঙ্গবন্ধু কর্তৃক 'ছয় দফা' ঘোষিত হয় কবে?
২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
৩ জানুয়ারি, ১৯৬৮
১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯
43. ছয়-দফা কর্মসূচি ঘোষণা করেন?
মওলানা ভাসানী
কমরেড মুজফফর আহমদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
44. তারামন বিবি কে?
ব্যাংকার
বিশিস্ট মুক্তিযোদ্ধা
জারিগান গায়িকা
নাটকের চরিত্র
45. বাঙালির মুক্তির সনদ 'ছয় দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?
২১ ফেব্রুয়ারি, ১৯৫৪
২২ মার্চ, ১৯৫৮
২০ এপ্রিল, ১৯৬২
২৩ মার্চ, ১৯৬৬
46. বাঙালি জাতির মুক্তি সনদ হলো-
ছয় দফা
৭ মার্চের ভাষণ
এগারো দফা
২১ দফা
47. ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
বিল অব রাইটস
পিটিশন অব রাইটস
ম্যাগনাকার্টা
মুখ্য আইন
48. আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?
১৯৬৫
১৯৬৬
১৯৬৭
১৯৫৫
49. ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
ঢাকায়
লাহোরে
করাচিতে
নারায়নগঞ্জে
50. ১৯৬৬ সালে ৬ দফার ক'টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
৩টি
৫টি
৪টি
৬টি
51. ঐতিহাসিক 'ছয় দফায়' যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-
শাসনতান্ত্রিক কাঠামো
কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
স্বতন্ত্র মুদ্রাব্যবস্থা
বিচার-ব্যবস্থা