Image
MCQ
21. বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কী?
সিলেট ও চট্টগ্রাম
ঢাকা ও ময়মনসিংহ
কুমিল্লা ও নোয়াখালী
রাজশাহী ও রংপুর
22. জাপানিজ শব্দ 'সুনামি' এর অর্থ কী?
বিশালাকৃতির ঢেউ
সামুদ্রিক ঢেউ
জলোচ্ছ্বাস
পোতাশ্রয়ের ঢেউ
23. কোন দুটি প্লেটের অবস্থিত? সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট
ইন্ডিয়ান ও ইউরেশিয়ান
ইন্ডিয়ান ও বার্মিজ
ইন্ডিয়ান ও আফ্রিকান
বার্মিজ ও ইউরেশিয়ান
24. মারমাদের সবচয়ে বড় উৎসবের নাম কী?
বিজু
রাশ
সাংগ্রাই
বাইশু
25. বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
সিলেট
খুলনা
বরিশাল
চট্টগ্রাম
26. উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে?
আর্টিকেল ২
আর্টিকেল ৩
আর্টিকেল ৪
আর্টিকেল ৫
27. দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন (কপ-২৮) মূল ফোকাস ছিল-
জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ
জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক
ওজোনস্তর ক্ষয় নিয়ন্ত্রণ বিষয়ক
মরুকরণ প্রক্রিয়া হ্রাসকরণ
28. নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?
১৮০°
৩৬০°
৯০°
০°
29. মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে?
মোহাম্মদ সোলায়মান
আব্দুল খালেক
মাহবুব উদ্দিন আহমেদ
শৈলেন্দ্র কিশোর চৌধুরী
30. বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি?
মরুকরণ
বন্যা
সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
ভূমিকম্প
31. পাহাড়পুরের 'সোমপুর মহাবিহার' বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন?
মৌর্য
পাল
গুপ্ত
চন্দ্র
32. আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
উদারবাদ
বাস্তববাদ
মার্কসবাদ
কোনোটিই নয়
33. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত?
পরিকল্পনা
শিল্প
বাণিজ্য
অর্থ
34. বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?
নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা
শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা
নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা
বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা
35. বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
ভূমি রাজস্ব
মূল্য সংযোজন কর
আয়কর
আমদানি শুল্ক
36. উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল-
৫.৫° সেলসিয়াস/কিলোমিটার
৬.৫° সেলসিয়াস/কিলোমিটার
৭.৫° সেলসিয়াস/কিলোমিটার
৮.৫° সেলসিয়াস/কিলোমিটার
37. নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ (Hazard)?
ভূমিকম্প
ভূমিধস
সুনামি
খরা
38. ঐতিহাসিক ৬-দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রিয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল?
বৈদেশিক বাণিজ্য ও প্রতিরক্ষা
অর্থ ও পররাষ্ট্র
স্বরাষ্ট্র ও পরিকল্পনা
প্রতিরক্ষা ও পররাষ্ট্র
39. হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত?
বিরামপুর, দিনাজপুর
ঘোড়াঘাট, দিনাজপুর
হাকিমপুর, দিনাজপুর
পাঁচ বিবি, জয়পুরহাট
40. ঢাকা থেকে পূর্বদিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য ৪৫০। ঢাকার সময় মধ্যাহ্ন ১২.০০ টা হলে ঐ স্থানটির স্থানীয় সময় হবে-
সকাল ০৯.০০ টা
বিকাল ০৩.০০ টা
সন্ধ্যা ০৬.০০ টা
রাত ০৯.০০ টা