MCQ
61. নিচের কোনটি অক্টাল সংখ্যা (২৪), এর সঠিক বাইনারি রূপ?
(111 101)2
(010 100)2
(111 100)2
(101 010)2
62. ধাতব কার্বোনেটের সাথে এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
লবণ
পানি
কার্বন ডাইঅক্সাইড
সবগুলো
63. ফোটন শক্তি 'E' এর সমীকরণটি হল-
h/c
hc/
c/h
cha
64. নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতায় কোনো ভূমিকা রাখে না?
Size of RAM
Size of ROM
Size of Cache Memory
Size of Register
65. নিচের কোনটি সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়?
Facebook
Twitter
Instagram
Google
66. ইন্টারনেট জগতে hyper-linked document গুলোর কালেকশানকে কী বলে?
HTML
Email
WWW
DWS
67. দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে-
প্রজাতি
বর্গ
রাজ্য
শ্রেণি
68. বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Antivirus
Digital Signature
Encryption
Firewall
69. একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন symbols, icon অথবা visual metaphor এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এ শ্রেণির কাজকে নির্দেশ করে?
Command-Line Interface
Graphical User Interface
Block User Interface
Tap User Interface
70. জেমস্ ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে?
Ultra-violet
Infrared
Visible
X-ray
71. কোনটি আলোর প্রাথমিক রং হিসাবে বিবেচনা করা হয় না?
সবুজ
নীল
লাল
হলুদ
72. নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
Bing
Google
Yahoo
Safari
73. Windows অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক?
এটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম
এটি Open source অপারেটিং সিস্টেম
ক এবং খ উভয়ই সত্য
কোনোটিই সত্য নয়
74. গ্রাহকের চাহিদা অনুযায়ী, ইউটিলিটি-ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি Distributed Computing এর একটি দৃষ্টান্ত?
Remote Sensing
Cloud Computing
Remote Invocation
Private Computing
75. নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক?
এটি Interpreter এর চেয়ে অনুবাদ করতে বেশি সময় লাগে
এটি প্রতি লাইন প্রোগ্রাম পড়ে এবং অনুবাদ করে
এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে
এটি মেশিন প্রোগ্রামকে সোর্স প্রোগ্রামে রূপান্তর করে
76. Cellular Data Network এর ক্ষেত্রে GPRS বলতে কী বুঝায়?
Global Positioning Radio Service
General Positioning Radio Service
Global Packet Radio Service
General Packet Radio Service
77. প্রকৃতিতে মৌলিক বল কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
78. নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম?
RAM
Hard Disk
ROM
Register
79. রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিনটি হল-
Vitamin K
Vitamin A
Vitamin B
Vitamin C
80. নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয়?
LAN
MAN
WAN
PAN