MCQ
41. উন্নাসিক শব্দের অর্থ কি?
লম্বা নাক
উদ্ধত
উন্নত
অপরিকল্পিত
42. রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন?
শেষের কবিতা
তাসের দেশ
কালের যাত্রা
বসন্ত
43. অহর্নিশ শব্দের অর্থ কী?
অনবরত
কুর্নিশ
অহষ্কার
দিন রাত্রি
44. 'এ গোল্ডেন এজ' উপন্যাসটির রচয়িতা-
তাহমিমা আনাম
মনিকা আলী
সৈয়দ মনজুরুল ইসলাম
এদের কেউ নন
45. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
পরশুরাম
ভানুসিংহ
নীললোহিত
গাজী মিয়াঁ
46. সোপান শব্দের অর্থ কী?
মৃদু
সিড়ি
অতল
আকাশ
47. 'একাত্তরের দিনগুলি' বইটির রচয়িতা কে?
বেগম সুফিয়া কামাল
সেলিম হোসেন
বেগম রোকেয়া
জাহানারা ইমাম
48. অয়োময়' শব্দের অর্থ কী?
লৌহময়
পেঁচানো
দুর্বোধ্য
বাজে
49. কোনটি মুক্তিযুদ্ধভিক্তিক স্মৃতিকথা?
চিলেকোঠার সেপাই
একাত্তরের দিনগুলি
আগুনের পরশমণি
পায়ের আওয়াজ পাওয়া যায়
50. নিচের কোন বানানটি শুদ্ধ?
গোধূলী
গোধুলি
গোধূলি
গোধুলী
51. নিচের কোন বানানটি শুদ্ধ?
শ্মশ্বান
শ্বশান
শ্মশান
শশ্মান