Image
MCQ
61. PWD এর মতে হাতে তৈরি ইটের সাইজ কত?
১০" × ৫"
৯.৬" × ৪.৫" × ২.৭৫"
৯.৭৫" × ৪.৭৫" × ২.৭৫"
৯" × ৪" × ২.৫"
64. জাতীয় মহাসড়কের নির্মাণ তলের প্রন্থ কত?
৪০ ফুট
৫০ ফুট
৮০ ফুট
৯০ ফুট
66. গ্রাম্য সড়কের পেভমেন্টের প্রস্থ কত মিটার?
৫.২ মিটার
৩.৬২ মিটার
১১.৫ মিটার
১০.৫ মিটার
67. বিয়ারিং কী ধরণের কোণ?
উন্নতি কোণ
উলম্ব কোণ
অবনতি কোণ
অনুভূমিক কোণ
68. ড্রইং শিটের লে-আউটে টাইটেল ব্লকের মাপ-
65 mm × 185 mm
185 mm x 65 mm
70 mm × 190 mm
190 mm × 70 mm
69. যমুনা সেতু নির্মাণে বাংলাদেশের কোন অঞ্চলের বালি ব্যবহৃত হয়েছে?
টাঙ্গাইল
রাজশাহী
গোমতী
সিলেট
70. ০°C তাপমাত্রায় কিউরিং করা হলে কংক্রিট ২৮ দিনে শক্তি অর্জন করে-
30%
50%
40%
60%
71. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান কী কী?
লাইম ও অ্যালুমিনা
সিলিকা ও অ্যালুমিনা
লাইম ও সিলিকা
লাইম ও আয়রন অক্সাইড
72. একটি পাম্প প্রতি মিনিটে ১০০০ লিটার পানি ৩০ মিটার উপরে উঠায়। পাম্পটির কর্মদক্ষতা ৭৫% হলে এর অশ্বক্ষমতা কত?
৮ HP
৯ HP
৮.৮৯ HP
৯.২৫ HP
73. অর্থোগ্রাফিক প্রজেকশন নীতি অনুযায়ী বাড়ির প্ল্যান, সম্মুখ এলিভেশন ইত্যাদি দৃশ্য স্কেলে আঁকা হয়।
১:৬০
১:৬০০
১:১০০
১:১০
74. কোনো মৃত্তিকা নমুনার ভয়েড রেশিও ০.৩৫ হলে নমুনার পোরোসিটি কত?
২৬%
২৭%
২৮%
২৯%
77. কোনো বস্তুর উপর 6 kg ও 8 kg বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি কত হবে?
10 kg
5 kg
7 kg
12 kg
78. একটি Drawing এর দৈর্ঘ্য 50 mm এবং Scale = 1 : 5 হলে এর সঠিক দৈর্ঘ্য কত?
25 mm
25 cm
10 cm
10 mm