Image
MCQ
3581. সিমেন্টের উপাদানে রাসায়নিক পদার্থ জিপসাম (CaSO4.2H₂O) কী কাজে ব্যবহৃত হয়?
সিমেন্টের জমাটবদ্ধ হওয়ার সময় নিয়ন্ত্রণ
সিমেন্টের Setting action মন্থর করতে
সিমেন্টের Setting time বৃদ্ধি করতে
উপরের সবগুলো
3583. Shear force diagram linear হলে Moment diagram কী হবে? [BPSC-22]
Linear
1st order parabola
Second order parabola
Cubical
3584. এক ইঞ্চিতে কত সেন্টিমিটার?[BPSC-22]
২ সেমি
৩ সেমি
২.৫৪ সেমি
৩.৩০ সেমি
3585. Lami's Theorem কী ধরনের বলের ক্ষেত্রে প্রযোজ্য? [TTC-21]
সমতলীয় বল
সমবিন্দু বল
সমতলীয় সমবিন্দু বল
লম্বিক বল
3586. বালিতে ৪% থেকে ৫% পানি থাকলে কত (%) আয়তন স্ফীতি হয়?
২০% থেকে ৩০%
২০% থেকে ২৫%
২৫% থেকে ৩০%
২০% থেকে ১৫%
3587. Hook's Law-এর বৈধতা থাকে- [BPSC-20, BREB-23]
Yield point
Elastic limit
Plastic limit
Breaking point পর্যন্ত
3589. স্টিলের Young's modulus of elasticity হবে- [MOLE-19, BB-21]
150 kN/mm²
250 kN/mm²
200 kN/mm²
275 kN/mm²
3590. অর্ধগোলকে-এর ভূমি থেকে ভরকেন্দ্রের দূরত্ব- [DMLC-21]
3r/8
5r/8
8r/3
8r/5
3591. বস্তুর যে ধর্মের কারণে এর উপর ক্রমাগত টান প্রয়োগ করলে তা কোনো ব্যর্থতা ছাড়া লম্ব হতে থাকে, তাকে -----বলে। [BGFCL-21]
ductility
malleability
brittleness
toughness
কোনোটিই নয়
3593. ১০ মিটার দৈর্ঘ্যের একটি Simiply supported beam-এর ঠিক মধ্যখানে একটি 10kN concentrated load প্রয়োগ করলে সর্বোচ্চ Bending moment কত হবে? [BPSC-22]
100 kN-m
50 kN-m
25 kN-m
কোনোটিই নয়
3594. সিমেন্টের খনিজ উপাদানে ক্যালসিয়াম সালফেটের পরিমাণ কত?
৫%
8%
৮%
৩%
3595. A ও B বালির নমুনায় ফাইননেস মডুলাস যথাক্রমে ২.৮ এবং ২.২০। AB মিশ্রিত বালির FM ২.৫০ পাওয়া গেল। মিশ্রণে A:B সমান কত?
১:২
১:১.৫
১:১
১:২.৫
3596. পোর্টল্যান্ড সিমেন্টে সিলিকার পরিমাণ-
২২%
২০%
২১%
২৫%
3597. সিমেন্টের খনিজ উপাদানের ট্রাই ক্যালসিয়াম সিলিকেটের শতকরা পরিমাণ-
৫০%
৫৫%
৪৫%
৬০%
3598. দুটি বলের লব্ধি শূন্য হবে বল দুটি- [BADC-22]
পরস্পর সমান হলে
পরস্পর একই সরল রেখা বরাবর ক্রিয়া করলে
পরস্পর সমকোণে ক্রিয়া করলে
সমান ও বিপরীতমুখী হলে
3599. একটি শ্যাফট 300 rpm-এ 5 kW পাওয়ার সঞ্চারিত করে। উক্ত শ্যাফটে আরোপিত টর্ক কত? [BADC-22]
149.15 N-m
169.15 N-m
159.15 N-m
129.15 N-m
3600. স্টেনসাইল বল প্রয়োগে যে গুণের জন্য পদার্থকে তারে রূপান্তরিত করা সম্ভব, তাকে বলে- [BADC-22]
প্লাস্টিসিটি
ইলাস্টিসিটি
ডাকটিলিটি
টাফনেস