Image
MCQ
3661. টারকে পাতন করে যে তলানি পাওয়া যায় তার নাম কী?
অ্যামালশন
পিচ
অ্যালকোহল
অ্যাসফাল্ট
3662. কোনটি থার্মোপ্লাস্টিক নয়?
এক্রিলিক
নাইলন
অ্যালকালি
পলিস্টারিন
3663. নিচের কোনটি ডিপিং-এর মাধ্যমে করা হয়?
দস্তামুণ্ডন
নিকেল লেপন
ঝালাইকরণ
রংকরণ
3664. Galvanizing-এ কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? [PWD-0]
নিকেল
জিঙ্ক
অ্যালুমিনিয়াম
আয়রন
3665. ছাদের পানি চুয়ানো বন্ধের জন্য কী দিয়ে আবৃত করা হয়?
জিওটেক্সটাইল
বিটুমিন
উপরের দুটি
কোনোটিই নয়
3666. ভাইকাটস অ্যাপারেটাসে সিমেন্ট টেস্টের জন্য ব্যবহৃত প্লাজারের ব্যাস- [R&H-06]
১০ মিমি
১৫ মিমি
২০ মিমি
২৫ মিমি
3667. নিচের কোনটি শব্দশোষক সামগ্রী?
আন্তর করা ইটের দেয়াল
নিশ্চিদ্র দেয়াল
উড পার্টিক্যাল বোর্ড
ধাতুর পাতের প্রতিবন্ধক
3668. নিচের কোনটি পারমাণবিক জ্বালানির উৎস?
প্রাকৃতিক গ্যাস
কয়লা
প্রাকৃতিক তেল
থোরিয়াম
3669. শব্দশোষক সামগ্রীর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
অগ্নিরোধিতা
ছিদ্রময়তা
নিশ্চিদ্রতা
সৌন্দর্য
3670. Terracotta তৈরির মূল উপাদান হচ্ছে- [PWD-20]
সিমেন্ট
মাটি
মাটি ও সিমেন্ট
আয়রন
3671. Paint-এর thinner হিসেবে সাধারণত ব্যবহৃত হয়- [R&H-03: MODMR-06]
পানি
তারপিন
টার
অ্যালকোহল
3672. নিচের কোনটি Toxic গুণসম্পন্ন?
অ্যাসফাল্ট
পিচ
টার
কোনোটিই নয়
3673. Los Angeles Abrasion Test-এর জন্য কত গ্রাম sample নিতে হয়?
৩০০০ গ্রাম
৫০০০ গ্রাম
৪০০০ গ্রাম
৬০০০ গ্রাম
3674. ইমালশন ও রং তৈরিতে ব্যবহৃত অ্যাসফাল্টের নাম কী?
কাটবেক অ্যাসফাল্ট
সুপ্রবাহী অ্যাসফাল্ট
তলানি অ্যাসফাল্ট
অক্সিজেন জারিত অ্যাসফাল্ট
3675. নিচের কোনটি পাটখড়ি থেকে তৈরি?
পারটেক্স
জুটেক্স
সানবোর্ড
লেমিনেটেড বোর্ড
3676. নিচের কোনটি শব্দ অন্তরক সামগ্রী?
নিশ্চিদ্র দেয়াল
নরম কাঠের পার্টিশন
গ্লাস উলের টালি
কোনোটিই সঠিক নয়
3677. তাপ ও শব্দ অন্তরক হিসাবে কোন বোর্ড ব্যবহৃত হয়?
সানবোর্ড
হার্ডবোর্ড
কর্কবোর্ড
লেমিনেটেড বোর্ড
3678. থার্মোপ্লাস্টিক কত ডিগ্রির বেশি তাপ সহ্য করতে পারে না?
১০০° সেঃ
২০০° সেঃ
১৫০°সেঃ
২৫০০সেঃ
3679. কোনটি থার্মোসেটিং প্লাস্টিক?
অ্যালকাইড
নাইলন
মেলামাইন ফরমালডিহাইড
ইউরিয়া ফরমালডিহাইড
3680. সিমেন্ট-চুনের শতকরা পরিমাণ- /R&H-06, MODMR-05]
৪০-৫০%
৫০-৬০%
৬০-৬৭%
৭০-৭৫%