MCQ
3741. নিচের কোনটি সূক্ষ্মদানার মৃত্তিকা?
CL
GW
SP
Sw
ব্যাখ্যা: ব্যাখ্যা: CL. = Inorganic clays of low to medivm plasticity, gravelly clays, sandy clays, silry৬২ clays, lean clays.
যদি কোনো মৃত্তিকার 50% এর অধিক 200 নং চালনিতে অতিক্রান্ত হয়, তাকে সূক্ষ্মদানার মৃত্তিকা
বলে।
3742. কোন ধরনের মাটির ভারবহন ক্ষমতা বেশি? [PPA-18]
বেলেমাটি
এঁটেল মাটি
দোআঁশ মাটি
বালি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বালির ভারবহন ক্ষমতা বেশি কেননা নরম বা ভেজা মাটিতে ভিত্তির বসন বেশি এবং মাটির ভারবহন ক্ষমতা পাথর, গ্যাভেল এবং বালির সর্বাধিক।
3743. নিচের কোন প্রকার মাটির ভিতর দিয়ে সবচেয়ে সহজে পানি প্রবাহিত হতে পারে? [MOLE-19]
গ্র্যাভেল
মোটা বালু
চিকন বালু
Clay
ব্যাখ্যা: ব্যাখ্যা: Permeability সাধারণত মাটির কণার আকার, ভয়েড রেশিও এবং সম্পৃক্ততার মাত্রার উপর নির্ভর করে। যে মাটির কণার আকার বেশি তার Permeability-ও বেশি হবে।
3744. নিচের কোন পরীক্ষাটি মাটি পরীক্ষা পদ্ধতি নয়? [RAJUK-17]
Core boaring
Test cylinder
Test Pile
Wash boring
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: মাটি পরীক্ষা পদ্ধতিগুলো হচ্ছে অগার বোরিং, ওয়াশ বোরিং, রোটারিং ডিলিং, পারকাশন ডিলিং, কোর বোরিং।
3745. গ্রুপ ইনডেক্সের মান যত কম হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত--[BGDCL-17]
উপযোগী হবে
দৃঢ়াবন্ধ হবে
অনুপযোগী হবে
কোনোটিই নয়
সবগুলোই
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রুপ ইনডেক্স হচ্ছে যার মাধ্যমে আমরা নমুনার ওজনের শতকরা হার এবং কণার আকার তারল্য সীমা এবং নম্যতা সূচক সম্পর্কে জানা যায়। গ্রুপ ইনডেক্সের মান কম হলে সে মাটি তত বেশি লোড নিতে পারে। এ মান ০-২০ পর্যন্ত হয়।
3746. নিচের কোন Relationship-টি সঠিক? (PWD-2000)
n=(1+e)/e
n= e/(1+e)
e=n/(1+n)
e=(1+n)/n
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ
n=e/(1+e), e=n/(1-n)
3747. এমআইটি শ্রেণিবিন্যাস (MIT Classification) অনুসারে সর্বোচ্চ কত মাপের মাটিকে বালি হিসাবে ধরা হয়? [MODMR-06]
২.০০ মিমি
০.০২ মিমি
০.২ মিমি
০.০০২ মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: (MIT Classification) অনুসারে বালির আকার 0.06mm থেকে 2mm পর্যন্ত হয়।
3748. Liquid limit থেকে Plastic limit-এর বিয়োগফলকে বলে-[PWD-2000]
Flow index
Liquidity index
Shrinkage index
Plasticity index
3749. Clay-এর Maximum grain size কত?
০.০০২ মিমি
০.২ মিমি
০.০০০ মিমি
০.০২ মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: Clay soil-এর Particle size <0.002mm
3750. Silt-এর Maximum grain সাইজ কত?
০.০৬ মিমি
০.২ মিমি
০.০০০২ মিমি
১ মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্থুল দানার মৃত্তিকা আকার 0.06mm থেকে
0.002mm.
3751. কোনো মৃত্তিকার তারল্য সীমা ২০% কম হলে কোন শ্রেণির মৃত্তিকা? [BGDCL-17]
নম্যতা
পলি
বেলে
কাদা
ব্যাখ্যা: ব্যাখ্যা: সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোনো মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায় ঐ পরিমাণ পানির মাত্রাকে ঐ মৃত্তিকার তারল্য সীমা বলা হয়। বালি মাটির তারল্য সীমা ২০% কম, পলিমাটির তারল্য সীমা ২০% এর বেশি, কাদামাটির ৬০%।
3752. পানির মাধ্যমে মৃত্তিকা স্থানান্তরিতকে বলা হয়-
বালিয়াড়ি
পাললিক মৃত্তিকা
উপবেশন মৃত্তিকা
ক্লিফট
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানি দ্বারা বাহিত হয়ে মাটি গঠিত হলে, তাকে পাললিক মৃত্তিকা বলে।
3753. ট্রাই-অ্যাক্সিয়াল টেস্টে বিভিন্ন মৃত্তিকার টেস্ট করা হয়- [R&H-06]
কমপ্যাকশন
কনসলিডেশন
শিয়ার স্ট্রেংথ
টেনসাইল স্ট্রেংথ
3754. নিচের কোনটি স্থুলদানার মৃত্তিকা?
GM
OL
M
ML
ব্যাখ্যা: ব্যাখ্যা: GM = Silty gravels, gravel-sand-silt mixtures. গ্র্যাভেল ও বালিদানা বেশ স্কুল এবং এ দানাগুলো খালি চোখে দেখা যায়। GW, SM, GM, GC,SM, SC এগুলো স্কুলদানার মৃত্তিকা।
3755. বালুর আপেক্ষিক গুরুত্বের সবচেয়ে নিকটতম মান হলো- [PWD-2000]
১.২
২.০
১.৫
২.৭
ব্যাখ্যা: ব্যাখ্যা: বালির আপেক্ষিক গুরুত্ব সাধারণত 2.6.5 থেকে 2.67 হয়ে থাকে।
3756. Column's law অনুযায়ী মাটির Shearing strength হলো- [PWD-2000]
c-ptan∅
c-ctan∅
c+p tan∅
p-ctan∅
3757. ড্রাই ভলিউম (Volume), ওয়েট ভলিউমের কত গুণ? [PWD-04]
১
২
১.৫
৩
3758. গ্রুপ ইনডেক্স-এর মান নিকটবর্তী কোন সংখ্যায় প্রকাশ করা হয়?
মূলদ সংখ্যা
পূর্ণসংখ্যা
বিজোড় সংখ্যা
বর্ণসংখ্যা
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রুপ ইনড্রেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত অনুপযোগী হবে এবং এর মান নিকটবর্তী পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয়।
3759. I_D- এর সর্বোচ্চ মান কত হতে পারে? [R&H-06]
১
২
৩
8
3760. বালি, পলি ও কাদামিশ্রিত পলি বায়ুবাহিত হয়ে স্থানান্তরের মাধ্যমে সৃষ্টি হয়-
মেরিন মৃত্তিকা
ড্রিফট
পাললিক মৃত্তিকা
বালিয়াড়ি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বায়ুর মাধ্যমে সূক্ষদানার মৃত্তিকা বালি, পলি ও কাদা স্থানান্তরিত হয়ে বালিয়াড়ি সৃষ্টি করে। পানিবাহিত স্থানান্তরিত মাটি পলল হিসেবে পতিত হয়ে পাললিক মাটি সৃষ্টি করে।