MCQ
401. 'অয়োময়' শব্দের অর্থ কি?
লৌহময়
পেঁচান
দুর্বোধ্য
বাজে
402. 'জ্ঞ' যুক্তবর্ণ কিভাবে গঠিত?
ঙ+গ
জ+ঙ
গ+ঙ
জ+ঞ
403. ৫৬ টি কলা ৩৩৬ টাকায় কিনে ৪২টি কলা ২৫২ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক্ষতি ৫%
কোন লাভ বা ক্ষতি হবে না
লাভ ১০%
ক্ষতি ১০%
404. পাড়ের বিস্তারসহ একটি পুকুরের ক্ষেত্রফল ৩০৩৬ বর্গ মিটার এবং পাড়ছাড়া শুধু পুকুরটির ক্ষেত্রফল ২৪০০ বর্গ মিটার। যদি পাড়ের বিস্তারসহ পুকুরটির দৈর্ঘ্য ৬৬ মিটার এবং পাড়ের বিস্তার ৩ মিটার হয়, তবে পুকুরটির প্রস্থ কত মিটার?
৪০ মিটার
২০ মিটার
৮০ মিটার
৪৬ মিটার
405. শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
স্বরধ্বনি
ব্যঞ্জনধ্বনি
বর্ণ
পদ
406. শূন্যতাজ্ঞাপক শব্দ কোনটি?
টন-টন
বিড়-বিড়
ঠন-ঠন
বা-বা
407. ৮৫ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত ৮: ৯। দ্রবণে কত লিটার সিরাপ আছে?
৪০ লিটার
৪৫ লিটার
২৫ লিটার
৩৫ লিটার
408. কোনো গ্রামের জনসংখ্যা ৮% বৃদ্ধি পাওয়ায় ২১,৬০০ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা জনসংখ্যা কত ছিল?
১৮,৫০০ জন
২০,০০০ জন
১৯,০০০ জন
১৮, ৩৬০ জন
409. অপমান শব্দে 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
বিপরীত
বিকৃত
নিকৃষ্ট
অভাব
410. প্রতিকেজি চালের মূল্য ৩২ টাকা এবং প্রতি কেজি গমের মূল্য ১১ টাকা হলে ১৬০ কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে?
৬০ কেজি
৫৫ কেজি
৪৭ কেজি
৬২ কেজি
411. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
ভাষা সংক্ষেপণ
নতুন শব্দ গঠন
শব্দের মিলন
বাক্যে অলংকার
412. নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?
রাজর্ষি
নীলকণ্ঠ
অহিনকুল
গ্রামান্তর
413. কোন জাতীয় 'শব্দে 'য' এর ব্যবহার হয় না?
সংস্কৃত
বিদেশি
তদ্ভব
দেশি
414. Identify the correct spelling.
Messemerize
Mesmarize
Masmerize
Mesmerize
415. কোন পরীক্ষায় গণিতে ৫২% ও বাংলায় ৪২% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে ১৭% পরীক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে, তবে উভয় বিষয়ে শতকরা কতজন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে?
২৩%
৬%
৩০%
৮০%
416. ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরের সংখ্যাটি কত?
৩৬
৪৫
৩৮
৩৪
417. বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি?
পাঁচটি
নয়টি
ছয়টি
কোনেটিই নয়
418. বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?
দশম
অষ্টম
নবম
সপ্তম
419. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
বিষাদ সিন্ধু
কপালকুণ্ডলা
আলালের ঘরের দুলাল
দুর্গেশনন্দিনী
420. সন্ধি বিচ্ছেদ করুন: 'সংগীত'।
সং+গীত
সং+গিত
সম্+গিত
সম্+গীত