MCQ
1461. As she was talking, he suddenly broke--- -, saying, 'That's a lie!'
off
down
into
in
ব্যাখ্যা: Hints: 'Break in phrasal verb-এর অর্থ কথার মাঝে কথা বলা; চলমান কোনো কিছুতে হস্তক্ষেপ করা। সুতরাং শূন্যস্থানে in বসবে। Break off অর্থ সাময়িকভাবে থামা; বিরতি গ্রহণ করা, Break down অর্থ ভেঙে পড়া আর Break into অর্থ বলপূর্বক প্রবেশ করা।-
1462. Rizvi requested Rini ---- telephone to attend the meeting.
over
with
through
by
1463. The family doesn't feel ----going outing this season.
in
on
like
of
ব্যাখ্যা: Hints : কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করতে 'feel like' ব্যবহৃত হয়। এর পর যে verb
আসে তার সাথে 'ing' বসে। প্রদত্ত বাক্যে পরিবারটির বাইরে না যাওয়ার ইচ্ছাকে বোঝাচ্ছে।
1464. Wordsworth introduced---- the readers a new kind of poetry.
with
at
to
by
ব্যাখ্যা: Hints: Introduce to অর্থ কোনো কিছুর সাথে পরিচিত করানো।
1465. Your conduct admits----no excuse.
to
for
of
at
ব্যাখ্যা: Hints: 'Admit of অর্থ হলো 'অবকাশ থাকা'।
1466. Some writers sink---- oblivion in course of time.
on
under
from
into
ব্যাখ্যা: Hints: Sink into oblivion' একটি phrase, যার অর্থ বিলীন হয়ে যাওয়া।
1467. 'কালো বরফ' উপন্যাসটির বিষয়:
তেভাগা আন্দোলন
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধ
দেশভাগ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: কথাসাহিত্যিক মাহমুদুল হক রচিত 'কালো বরফ' উপন্যাসটির বিষয় দেশভাগ। তিনি এ উপন্যাসে দেশভাগের বেদনাদীর্ণ সাধারণজনের হৃদয়চেরা আর্তি সহজভাবে তুলে ধরেছেন। তার খেলাঘর, অশরীরী ও মাটির জাহাজ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তার রচিত আরো কয়েকটি উপন্যাস— অনুর পাঠশালা, জীবন আমার বোন, নিরাপদ তন্দ্রা, যেখানে খঞ্জনা পাখি। ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস— আরেক ফাল্গুন, আর্তনাদ, নিরন্তর ঘণ্টাধ্বনি। আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা' উপন্যাসে ইতিহাসের বিচিত্র উপকরণ স্থান পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য তেভাগা আন্দোলন, পলাশীর যুদ্ধ, সিপাহি বিদ্রোহ, দেশবিভাগ, ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ।
1468. Credit tk 5000---my account.
with
in
against
to
ব্যাখ্যা: Hints: কারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা অর্থে 'credit' verb-টির সাথে 'to' Preposition ব্যবহৃত হয়।। have credited 5000 Tk to your account। কিন্তু টাকার পরিমাণ যদি বাক্যের শেষে উল্লেখিত হয়, তাহলে preposition 'with' ব্যবহৃত হবে। যেমন-Your account has been credited with 5000 Tk
1469. Professor Razzak was a scholar---- refute.
in
of
after
by
ব্যাখ্যা: [Note: Refute(v)-মতামত বা বিবৃতি খণ্ডন করা। শব্দটি verb হওয়ায় এর পূর্বে preposition বসে বাক্যটিকে অর্থবোধক করছে না। তবে শব্দটি যদি refute না হয়ে repute হতো, তাহলে শূন্যস্থানে 'of' ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ হয়। সেক্ষেত্রে বাক্যটির অর্থ হয়- অধ্যাপক রাজ্জাক ছিলেন একজন খ্যাতিসম্পন্ন পণ্ডিত বা বিদ্বান লোক।]
1470. Many prefer donating money----- distributin clothes.
than
but
without
to
ব্যাখ্যা: Hints: Prefer to অর্থ অধিকতর পছন্দ করা।
1471. He insisted----there.
on my going
to go over
going
to go
ব্যাখ্যা: Hints: Insist on sth/sb doing sth-হচ্ছে একটি appropriate use যা কোনো কিছুর উপর বা কারও কোনো কিছু করার উপর জোর প্রদান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
1472. You may go for a walk if you feel - it.
about
on
upon
like
ব্যাখ্যা: Hints : মাঝে মাঝে like preposition হিসেবে ব্যবহৃত হয়। Feel like something অর্থ কোনো কিছু করার ঝোঁক থাকা বা কোনো কিছুর প্রত্যাশা করা। Like যোগে বাক্যটির বাংলা: যদি হাঁটার ইচ্ছা হয় তাহলে তুমি হাঁটতে যেতে পার।
1473. In which sentence is the word 'past' used as a preposition?
Writing letters is a thing of the past.
I look back on the past without regret.
I called out to him as he ran past.
Tania was a wonderful singer, but she's past her prime.
ব্যাখ্যা: Hints: Tania was a wonderful singer, but she's past her prime বাক্যে past শব্দটি preposition, কারণ past শব্দটি noun-এর পূর্বে বসে বাক্যের অন্য word-এর সাথে সম্পর্ক নির্দেশ করছে। তাছাড়া প্রথম দুটি বাক্যে past noun আর তৃতীয় বাক্যে past adverb, কারণ past শুধু verb-এর সাথে ব্যবহৃত হয়েছে।
1474. There is no alternative ---training.
to
for
than
of
ব্যাখ্যা: Hints: Alternative nounটি সব সময় 'to' preposition অনুসরণ করে।
1475. . 'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
কৃষ্ণচন্দ্র মজুমদার
রামানন্দ চট্টোপাধ্যায়
শামসুর রাহমান
সিকান্দার আবু জাফর
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ঢাকা প্রকাশ (১৮৬১) সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। মাসিক 'মনোরঞ্জিকা' ও 'কবিতা কুসুমাঞ্জলি' পত্রিকাও তার সম্পাদনায় প্রকাশিত হয়। প্রবাসী (১৯০১), দৈনিক বাংলা ও সমকাল (১৯৫৭) পত্রিকার সম্পাদক যথাক্রমে রামানন্দ চট্টোপাধ্যায়, শামসুর রাহমান ও সিকান্দার আবু জাফর।
1476. Eight men were concerned - --the plot.
at
with
in
for
1477. John Smith is good---Mathematics.
at
in
of
after
ব্যাখ্যা: Hints: Good at- দক্ষ। কেউ কোনো কিছুতে বা কোনো বিষয়ে দক্ষ বুঝাতে good-এর পর 'at' preposition ব্যবহৃত হয়।
1478. Julia has been ill----three months.
since
about
in
for
ব্যাখ্যা: Hints: কতক্ষণ বা কতদিন ধরে বুঝাতে for বসে।
1479. 'I am not good---translation'
in
about
with
at
ব্যাখ্যা: Hints: Good at অর্থ দক্ষ।
1480. Noureen will discuss the issue with Nasir - ---phone.
in
over
by
on