Image
MCQ
20321. 'অসহায়ের পাশে দাঁড়াও।'- এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে? (এনএসআই এর ফিল্ড অফিসার: ২১।
যারা অসহায়, তাদের পাশে দাঁড়াও।
কিছু লোক আছে অসহায়; তাদের পাশে দাঁড়াও।
পাশে দাঁড়াতে হবে, যারা কিনা অসহায়।
অসহায়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে।
20322. ঈশ্বর তাহারই সাহায্য করেন, যে নিজে নিজের সাহায্য করে। এটি কোন ধরনের বাক্য? পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার: ২২]
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
জটিল ও মিশ্র বাক্যের সমন্বয়
20323. কোন বাক্যটি শুদ্ধ ?
He succeeded to win the prize
He succeeded at winning the prize
He succeeded to wining the prize
He succeeded in winning the prize
20325. 'যিনি উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করেন।' কোন ধরনের বাক্য? (খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ২১
মিশ্র বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
প্রশ্নবোধক বাক্য
20326. 'যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।' এটি কোন ধরনের বাক্য? [৪৩তম বিসিএস)
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
খণ্ড বাক্য
20327. নিচের কোনটি জটিল বাক্য? অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২।
সূর্য অস্ত যাচ্ছিল এবং সভাপতি সভায় পৌঁছেছিলেন।
সূর্যাস্তের সময় সভাপতি সভায় পৌঁছেছিলেন।
যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন সভাপতি সভায় আসলেন।
সভাপতি সভায় পৌঁছানো মাত্রই সূর্য অস্ত গেল।
20328. 'ধ্বনি দিয়ে আঁট বাধা শব্দই ভাষার ইট।'- এ 'ইট'কে বাংলা ভাষায় কী বলে? ।বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর। ২১।
কথা
বাক্য
ব্যাকরণ
বর্ণ
20329. সরল বাক্যে রূপান্তর করুন: 'ভয়াল শব্দে বাজ পড়ছে, এর বিরাম নেই।' সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার। ২১।
অবিরাম ভয়াল শব্দে বাজ পড়ছে।
বিরামহীন ভয়াল শব্দ হচ্ছে আর বাজ পড়ছে।
ভয়াল শব্দ তবু বাজ পড়ার বিরাম নেই।
বাজ পড়ছে ভয়াল শব্দে, অবিরাম।
20330. ভাষার মৌলিক অংশ- বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর। ২১।
ধ্বনি, শব্দ, বাক্য
ধ্বনি, বর্ণ, শব্দ
শব্দ, সন্ধি, বর্ণ
উপসর্গ, অনুসর্গ, ধ্বনি
20331. 'জ্ঞানী লোক সকলের সম্মান পান'- এটি কোন ধরনের বাক্য? রাজউকের ইমারত পরিদর্শক: ২২/
সরল
জটিল
যৌগিক
মিশ্র
20333. Which of the following sentences is correct ?
He is very good with mathematics
He is very good for mathematics
He is very good at mathematics
He is very good in mathematics
20334. 'ড. আখতার হামিদ খান হলেন বাংলাদেশর পল্লী উন্নয়নের পথিকৃৎ' বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণির- (বার্ড এর সহকারী পরিচালক: ২২)
মিশ্র
জটিল
যৌগিক
সরল
20335. একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ কয়টি? বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২২]
তিনটি
ছয়টি
পাঁচটি
চারটি
20336. 'সে যে কোথায় তা আমার জানা নাই'- কোন ধরনের বাক্য? (সিজিএ এর কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২।
জটিল
খণ্ড বাক্য
যৌগিক
সরল
20337. 'অরণ্যে রোদন' না বলে 'বনে ক্রন্দন' বললে বাক্যটি কী হারাবে? গ্যাস ট্রান্সমিশন কোম্পানির সহকারী ব্যবস্থাপক: ২১)
আকাঙ্ক্ষা
উদ্দেশ্য
আসত্তি
যোগ্যতা
20338. বাক্যের প্রধান তিনটি অংশ- এনএসআই এর ফিল্ড অফিসার। ২১)
সমাস, উপসর্গ, প্রত্যয়
ধ্বনি, শব্দ, বাক্য
বিশেষ্য, সর্বনাম, বিশেষণ
কর্তা, কর্ম, ক্রিয়া
20339. 'তাতে সমাজজীবন চলে না।' এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? (৪৩তম বিসিএস)
তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
তাতে না সমাজজীবন চলে।
তাতে সমাজজীবন চলে।
20340. 'যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে।'- কোন ধরনের বাক্য? উত্তরা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার। ২২/ এনএসআই এর সহকারী পরিচালক: ২১।
মিশ্র বাক্য
ব্যাস বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য