Image
MCQ
8021. নিচের কোন দেশটি EEC গঠন করার সময় এর উদ্যোক্তা ছিল না?
বেলজিয়াম
ফ্রান্স
ইতালি
যুক্তরাজ্য
8022. ব্রেক্সিট ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হয়—
২৩ মে, ২০১৫
২১ জুন, ২০১৬
২৩ জুন, ২০১৬
২১ জুলাই, ২০১৬
8026. যে মুসলিম রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নে যোগদান করার জন্য প্রার্থী--
ইন্দোনেশিয়া
মিশর
বসনিয়া
তুরস্ক
8027. ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি কবে ইউরোপীয় ইউনিয়ন নাম ধারণ করে?
১৯৯৩ সালে
১৯৯৪ সালে
১৯৯৫ সালে
১৯৯৮ সালে
8028. ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা কতটি? / ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কতটি?
২৭
৩০
২৮
কোনটি নয়
8029. ব্রেক্সিট বা BREXIT কী?
অর্থনৈতিক জোট গঠন
সামরিক জোট গঠন
ইউরোপীয় ইউনিয়নের পুনর্গঠন
ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন হতে আলাদা হওয়া
8030. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
পর্তুগাল
গ্রিস
সাইপ্রাস
সার্বিয়া-মন্টিনিগ্রো
8031. কত সালে অভিন্ন ইউরো মুদ্রা চালু করার জন্য ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয়?
১৯৯২
১৯৯৩
১৯৯৪
১৯৯৫
8034. কোন চুক্তির মাধ্যমে ইইসি বা EEC প্রতিষ্ঠা লাভ করে?
রোম চুক্তি
ম্যাসট্রিক্ট চুক্তি
ভিয়েনা কনভেনশন
ব্রাসেলস কনভেনশন
8035. কোন রাষ্ট্র ন্যাটোর সদস্য কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
ইতালি
জার্মানি
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
8038. যে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়—
প্যারিস
ব্রাসেলস
বন
মাসট্রিচট
8039. কত তারিখে ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি (ইইসি) সৃষ্টি হয়? / কত তারিখে ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয়?
১৫ মার্চ, ১৯৪৭
২০ আগস্ট, ১৯৫০
২৫ মার্চ, ১৯৫৭
২৫ জুলাই, ১৯৫৯
8040. কার পৃষ্ঠপোষকতায় 'ফতোয়া-ই-আলমগীরী' রচিত হয়?
সম্রাট আকবর
আবুল ফজল
সম্রাট আওরঙ্গজেব
খাজা আব্দুস সামাদ