MCQ
8041. EU পূর্ণরূপ কী?
European Union
Evangalic University
English University
European Understanding
8042. যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী কে?
ডেভিড ব্রাউন
বরিস জনসন
জেমস ক্লেভারলি
জেরেমি হান্ট
8043. জনসংখ্যায় কমনওয়েলথের বৃহত্তম দেশ কোনটি?
কেনিয়া
ভারত
রাশিয়া
চীন
8044. সর্বশেষ কোন দেশটি কমনওয়েলথ ত্যাগ করে?
পাকিস্তান
সুদান
জাম্বিয়া
জিম্বাবুয়ে
8045. ২০২২ সালের ২৪-২৫ জুন ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়--
কলকাতা, ভারত
লন্ডন, যুক্তরাজ্য
কিগালি, রুয়ান্ডা
ঢাকা, বাংলাদেশ
8046. আয়তন ও জনসংখ্যায় কমনওয়েলথের ক্ষুদ্রতম দেশ কোনটি?
নাউরু
কেনিয়া
অস্ট্রেলিয়া
ভারত
8047. কমনওয়েলথে এশিয়া মহাদেশের সদস্য সংখ্যা---
১৮
৮
৭
৩
8048. কোন দেশ কমনওয়েলথ সংস্থা থেকে নিজেকে প্রত্যাহার করেছে?
নাইজেরিয়া
পাকিস্তান
সাউথ আফ্রিকা
জিম্বাবুয়ে
8049. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?/ যে অট্টালিকায় কমনওয়েলথের সচিবালয় অবস্থিত তার নাম-
মার্লবোরো হাউজ
হোয়াইট হাউজ
বাকিংহাম প্রাসাদ
দি চেকার্স
8050. কমনওয়েলথের কোন দেশটি আকারে সর্ববৃহৎ? / আয়তনে কমনওয়েলথের বৃহত্তম দেশ কোনটি?
ভারত
কেনিয়া
কানাডা
অস্ট্রেলিয়া
8051. কত সালে রোম চুক্তি স্বাক্ষরিত হয়?
১৫ মার্চ, ১৯৪৭
২৫ মার্চ, ১৯৫৭
২৫ জুলাই, ১৯৫৯
২০ আগস্ট, ১৯৫০
8052. কমনওয়েলথের একমাত্র ব্যতিক্রম রাষ্ট্র যে ব্রিটিশ শাসনের অধীনে ছিল না—
মোজাম্বিক
পাকিস্তান
অস্ট্রেলিয়া
কানাডা
8053. যুক্তরাজ্যের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী?
প্রীতি প্যাটেল
বরিস জনসন
সুয়েলা ব্র্যাভারম্যান
এম্বার রাড
8054. ফতোয়া-ই-আলমগীরী কোন মোঘল সম্রাট সম্পর্কীয়?
সম্রাট বাবর
সম্রাট আকবর
সম্রাট জাহাঙ্গীর
সম্রাট আওরঙ্গজেব
8055. Who is the present Foreign Minister in the UK?
ডেভিড ব্রাউন
বরিস জনসন
জেমস ক্লেভারলি
জেরেমি হান্ট
8056. কমনওয়েলথের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
সোমালিয়া
নাইজেরিয়া
মালি
গ্যাবন (৫৫) ও টোগো (৫৬)
8057. পূর্বতন ব্রিটিশ শাসিত কোন দেশ কমনওয়েলথের সদস্য নয়?
গ্যাবন
নাইজেরিয়া
কোরিয়া
মায়ানমার
8058. সালে কমনওয়েলথের ২৭তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
সামোয়া
ভারত
পাকিস্তান
শ্রীলংকা
8059. কমনওয়েলথের মোট সদস্য সংখ্যা –
৪৩
৫২
৫৩
৫৬
8060. কমনওয়েলথের সিদ্ধান্ত গৃহীত হয়—
সংবিধানের মাধ্যমে
সনদের মাধ্যমে
ভোটের মাধ্যমে
সর্বসম্মতিক্রমে