Image
MCQ
8161. নেলসন ম্যান্ডেলা কত বছর কারাগারে ছিলেন?
২৫ বছর
২৭ বছর
৩০ বছর
৩২ বছর
8162. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যে দেশের রাজনৈতিক দল –
ঘানা
কঙ্গো
দক্ষিণ আফ্রিকা
কেনিয়া
8163. কোন দেশকে 'রেইনবো নেশন' বলা হয়?
জাপান
দক্ষিণ আফ্রিকা
নরওয়ে
যুক্তরাষ্ট্র
8164. পেশাগত দিক থেকে ডেসমন্ড টুটু--
ধর্মযাজক
বর্ণবাদ বিরোধী নেতা
রাজনৈতিক নেতা
মানবাধিকার কর্মী
8165. নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হোন--
১৯৯২ সালে
১৯৯৩ সালে
১৯৯৪ সাল
১৯৯৫ সালে
8166. ডেসমন্ড টুটু কত সালে কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছিলেন?
১৯৮৪ সালে শান্তিতে
১৯৮৪ সালে সাহিত্যে
১৯৮৫ সালে অর্থনীতিতে
১৯৯৬ সালে রসায়নে
8167. নেলসন ম্যান্ডেলাকে কত সালে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়?
১৯৬২
১৯৬৪
১৯৬৫
১৯৭০
8168. দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য কিসের সাথে সম্পর্কিত?
গোত্রগত সংঘাত
স্বাধীনতা আন্দোলন
বাণিজ্যিক অনুদান
কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের
8169. নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
ইনকাথা ফ্রিডম পার্টি
ন্যাশনালিস্ট পার্টি
আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
8170. কত সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্ম?
১৯১২ সালে
১৯১৩ সালে
১৯১৪ সালে
১৯১৭ সালে
8171. নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন?
দক্ষিণ আফ্রিকা
নামিবিয়া
কিউবা
ঘানা
8172. দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন?
রুজভেল্ট
নেলসন ম্যান্ডেলা
কফি আনান
হো চি মিন
8173. কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয়?
বখতিয়ার খলজি
মুর্শিদকুলী খাঁ
সম্রাট জাহাঙ্গীর
শেরশাহ
8174. দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন?
ড. বোথা
সলসবারি ইয়ান
ইয়ান স্মিথ
এফ, ডব্লিউ, ক্লার্ক
8175. নেলসন ম্যান্ডেলা নামটির সাথে জড়িত দেশ হলো –
দক্ষিণ আফ্রিকা
নামিবিয়া
কিউবা
ঘানা
8176. বর্ণবাদী নীতি কোথায় প্রচলিত ছিল?/ কোন দেশে বর্ণবাদী নীতি প্রচলিত ছিল?
রুমান্ডা
দক্ষিণ আফ্রিকা
জিম্বাবুয়ে
পাপুয়া নিউগিনি
8177. নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
১৯৯০ সালে
১৯৯১ সালে
১৯৯২ সালে
১৯৯৩ সালে
8178. নেলসন ম্যান্ডেলা কারারুদ্ধ ছিলেন---
১৯৬০- ১৯৯০
১৯৬০-১৯৯৪
১৯৬৪ ১৯৯০
১৯৬৪- ১৯৯৪
8179. ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে?
শায়েস্তা খান
সুবাদার ইসলাম খান
ইব্রাহিম খান
মীর জুমলা
8180. দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
৩০০ বছর
৩৩৫ বছর
৩৪২ বছর
৫০০ বছর