Image
MCQ
8101. রাশিয়া ও কানাডার মধ্যবর্তী দেশ কোনটি?
আফ্রিকা
আইসল্যান্ড
যুক্তরাষ্ট্র
জাপান
8102. আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে সেনেগাল অবস্থিত?
পশ্চিম
দক্ষিণ
উত্তর
পূর্ব
8103. ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কী নামে পরিচিত?
পিস সেন্টার
গ্রাউন্ড জিরো
জিরো পয়েন্ট
ওয়ার্ল্ড মেট্রি
8104. USS Newyork / ইউএসএস নিউইয়র্ক হলো—
নিউইয়র্কের উচ্চতম ভবন
দক্ষিণ কোরিয়ার মার্কিন সামরিক ঘাটি
টুইন টাওয়ারের স্থানে নির্মিত ভবন
যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের গলিত লৌহ থেকে নির্মিত জাহাজ
8105. নজুমা কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন?
ঘানা
নাইজেরিয়া
তানজানিয়া
মরক্কো
8106. ফারাহ আইদিদ কোন দেশের নেতা ছিলেন?
উগান্ডা
সোমালিয়া
ইথিওপিয়া
সেনেগাল
8107. 'গ্রাউন্ড জিরো' কোথায় অবস্থিত ? / 'Ground Zero' কোথায় অবস্থিত?
গ্রীনিচ, যুক্তরাজ্য
সিলন্ডন, যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ইন্দিরা পয়েন্ট
8108. যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনটি কত উঁচু ছিল?/ বিশ্ব বাণিজ্য কেন্দ্র ভবনটি কত উঁচু---
১০১ তলা
১০০ তলা
১১০ তলা
২২০ তলা
8109. নিচের কোন দেশটি যুক্তরাষ্ট্রের সব থেকে কাছে?
গ্রীনল্যান্ড
রাশিয়া
গুয়েতেমালা
ভেলিজুয়েলা
8110. নজুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
নাইজেরিয়া
কঙ্গো
আবিসিনিয়া
ঘানা
8111. মরিশাস কোন মহাদেশে অবস্থিত?
আফ্রিকা
অস্ট্রেলিয়া
এশিয়া
উত্তর আমেরিকা
8112. বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন 'পেস্টাগন' ওয়াশিংটনের অদূরে ভার্জিনিয়া রাজ্যের কোথায়--
ক্যালিফোর্নিয়া
নিউইয়র্ক
আর্লিংটন
নিউজার্সি
8113. পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যে দুইটি দেশের মধ্যে--
ভারত ও পাকিস্তান
আমেরিকা ও কানাডা
আমেরিকা ও মেক্সিকো
দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
8114. কখন নিউইয়র্কের টুইন টাওয়ার আক্রান্ত হয় এবং ধ্বংসপ্রাপ্ত হয়?
২০০২
২০০৩
২০০১
২০০৪
8115. সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল?
বিটেন
ফ্রান্স
কানাডা
রাশিয়া
8116. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর অবস্থিত—
কেপটাউনে
কলম্বিয়ার
নিউইয়র্কে
পেন্টাগনে
8117. কানাডা কোন মহাদেশে অবস্থিত?
ইউরোপে
এশিয়া
উত্তর আমেরিকা
আফ্রিকা
8118. ফ্রিডম টাওয়ার কোথায় অবস্থিত?
সানা, ইয়েমেন
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সুভা, ফিজি
শিকাগো, যুক্তরাষ্ট্র
8119. সেনেগাল কোন মহাদেশ অবস্থিত?
আফ্রিকা
ইউরোপ
উত্তর আমেরিকা
এশিয়া
8120. কীসের বিরুদ্ধে Me Too আন্দোলন? / কোন বিষয়কে ঘিরে #Me_Too আন্দোলন সূচিত হয়?
শিশু নির্যাতন
কর্মস্থলে যৌন নিপীড়ন
শিশু-পাচার
মানব পারব