Image
MCQ
8261. 'ক্যাম্প ডেভিড' মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত?
মেরিল্যান্ড
ভার্জিনিয়া
ফ্লোরিডা
কেন্টাকি
8262. বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ মৃত্যুদন্ড নিষিদ্ধ করে?
নেদারল্যান্ড
জার্মানি
ভেনিজুয়েলা
কোস্টারিকা
8263. যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষে যোগ দেয়---
হাওয়াই
আরিজোনা
টেক্সাস
ফ্লোরিডা
8264. মাদকদ্রব্য উৎপাদন ও চোরচালানের জন্য ল্যাটিন আমেরিকান সবচেয়ে আলোচিত দেশ কোনটি?
মেক্সিকো
হন্ডুরাস
নিকারগুয়া
কলম্বিয়া
8265. 'মেঘদূত' কাব্য কার লেখা?
কালিদাস
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ দত্ত
জসীমউদদীন
8266. মাদকদ্রব্য উৎপাদন ও চোরচালানের জন্য আলোচিত দেশ কোনটি?
মেক্সিকো
হন্ডুরাস
নিকারগুয়া
কলম্বিয়া
8267. কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?
ইউরোপ
দক্ষিণ আমেরিকা
উত্তর আমেরিকা
আফ্রিকা
8268. নিচের নামগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম?
খার্তুম
বুয়েন্স আয়ার্স
ব্রাসেলস
সুরিনাম
8269. লিপ্তি প্রাচীন জনপদ তাম্রলিপ্তি 'তাম্রলিপি' কী? •/ 'তাম্রশাসন' মানে
প্রাচীন জনগণ
প্রাচীন ভাষা
প্রাচীন গ্রন্থ
তামার পাতে খোদাই করা শাসনাদেশ
8270. কোন দেশের নিকট থেকে যুক্তরাষ্ট্র লুইসিয়ানা অঙ্গরাজ্যটি ক্রয় করে নেয়?
রাশিয়া
ইংল্যান্ড
ফ্রান্স
অস্ট্রেলিয়া
8271. কোন দেশটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয়?
আলবেনিয়া
সুরিনাম
চিলি
প্যারাগুয়ে
8272. পিটসবার্গ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত?
ক্যালিফোর্নিয়া
পেনসিলভেনিয়া
ফ্লোরিডা
টেক্সাস
8274. যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি?
নিউইয়র্ক
ফ্লোরিডা
টেক্সাস
ক্যালিফোর্নিয়া
8275. যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চায়—
নিউইয়র্ক
আলাস্কা
ক্যালিফোর্নিয়া
ফ্লোরিড়া
8277. হাওয়াই যে রাষ্ট্রের অংশ –
যুক্তরাজ্য
অস্ট্রেলিয়া
জাপান
যুক্তরাষ্ট্র
8278. তামার পাতে খোদাই করা প্রাচীন কালের রাজাজ্ঞা হলো
তাম্রশাসন
তাম্রলিপি
তাম্রফলক
প্রত্মতত্ত্ব
8279. কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
গায়ানা
বলিভিয়া
ব্রাজিল
কলম্বিয়া
8280. ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশের অন্তর্ভুক্ত?
দক্ষিণ আমেরিকা
এশিয়া
আফ্রিকা
ইউরোপ