MCQ
8321. ভারতের কনিষ্ঠতম রাজ্য 'তেলেঙ্গানা' কোন রাজ্যের অংশ ছিল?/ ভারতের নতুন রাজ্য 'তেলেঙ্গানা' কোন রাজ্যের অংশ ছিল—
তামিলনাডু
অন্ধ্র প্রদেশ
কর্ণাটক
উড়িষ্যা
8322. কবে ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়?
১৫ আগস্ট, ১৯৪৭
২৫ জানুয়ারি, ১৯৪৯
২৬ জানুয়ারি, ১৯৫০
২৬ জানুয়ারি, ১৯৫১
8323. কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম-
ডেভিড ক্যামেরন
পিয়ের ট্রডো
জাস্টিন ট্রডো
এড ব্রডবেন্ট
8324. 'হর্ষচরিত' গ্রন্থটি রচনা করেন?
হর্ষবর্ধন
সাখ কিলহন।
বানভট্ট
কৌটিল্য
8325. 'চিকেন নেক' কোনটি?
শিলিগুড়ি করিডোর
কোলিল করিডোর
দুই জার্মানির সংযোগস্থল
তিনবিঘা করিডোর
8326. সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত?
মিয়ানমার
শ্রীলংকা
ভারত
থাইল্যান্ড
8327. ভারতের কোন অঞ্চলের সাতটি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়?
উত্তরাঞ্চল
উত্তর- পশ্চিমাঞ্চল
উত্তর পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
8328. বিশ্বে এমন দুইটি দেশ আছে যাদের মধ্যে একটি দেশের ম্যাপ আঁকলে অন্য দেশটি ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে আঁকা হয়ে যাবে, সেই দেশ দুইটির নাম হলো--
ভারত-পাকিস্তান
ইরাক-ইরান
ভারত- বাংলাদেশ
ভারত - চীন
8329. পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
হর্ষবর্ধন
বানভট্ট
লক্ষ্মণ
সামন্ত সেন
8330. কানাডার ফরাসি ভাষা জনগোষ্ঠী কোন অঙ্গ রাজ্যে সর্বাধিক বাস করে?
আলবার্টা
কুইবেক
মেনিটোবা
নোভাস্কোশিয়া
8331. ভারতের স্বাধীনতা দিবস --
১৪ আগস্ট, ১৯৪৭
১৫ আগস্ট, ১৯৪৭
১৪ আগস্ট, ১৯৪৮
১৫ আগস্ট, ১৯৪৮
8332. ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়--
কেরালা
মনিপুর
ত্রিপুরা
মিজোরাম
8333. ভারতের মোট অঙ্গরাজ্য সংখ্যা—
২৫টি
২৭টি
২৮টি
২৯টি
8334. ভারতের নতুন রাজ্যের নাম কী?
ঝাড়খন্ড
তেলেঙ্গানা
ছত্রিশগড়
কর্ণাটক
8335. ভারতের প্রজাতন্ত্র দিবস কোনটি ?
২৬ জানুয়ারি
১৪ আগস্ট
১৫ আগস্ট
১৬ ডিসেম্বর
8336. কখন সিকিম ভারতের সাতে একীভূত হয়?
১৯৭২
১৯৭৫
১৯৭৩
১৯৭৪
8337. হর্ষবর্ধনের সভাকবি
কালিদাস
বানভট্ট
মেগাস্থিনিস
সন্ধ্যাকর নদী
8338. সেভেন সিস্টার্স কী?
সাত বোন
ভারতের সাতটি অঙ্গরাজ্য
সার্কভুক্ত দেশ
সাতটি নদী
8339. 'দেরাদুন' কোন দেশে অবস্থিত ?
আফগানিস্তার
থাইল্যান্ড
মিয়ানমার
ভারত
8340. কোন স্থানে পৃথিবীতে বেশি বৃষ্টিপাত হয়?
কোয়েটা, ভারত
কটক, ভারত
মৌসিনরাম, ভারত
সিলেট, বাংলাদেশ