MCQ
8421. মিয়ানমারের গণতন্ত্রী নেত্রী অং সান সুচি কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন?
১৯৮৯ সালে
১৯৯০ সালে
১৯৯১ সালে
১৯৯২ সালে
8422. শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন ।
কৃষক
সামন্ত
রাজা
সম্রাট
8423. ধারণা করা হয়, প্রাচীন গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল-
মুর্শিদাবাদ
যশোর
ময়মনসিংহ
চট্টগ্রাম
8424. প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? / স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? / স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা
ধর্মপাল
লক্ষ্মণ সেন
শশাঙ্ক
ইলিয়াস শাহ
8425. অং সান সূচির রাজনৈতিক দলের নাম—
বিজেপি
এপি পার্টি
এমএনপি
এনএলডি
8426. 'মহাসামন্ত' কার উপাধি ছিল? / 'মহারাজাধিরাজ' উপাধি ধারণ করেন কে?
গোপাল
লক্ষণ সেন
হর্ষবর্ধন
শশাঙ্ক
8427. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?
মিয়ানমার
ভারত
থাইল্যান্ড
মালয়েশিয়া
8428. বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণর অবস্থান ছিল
কুমিল্লা
মুর্শিদাবাদ
বগুড়া
রাজশাহী
8429. অং সান সুচি কোন দেশের নেত্রী?
চীন
ভিয়েতনাম
জাপান
মিয়ানমার
8430. একসময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল
সিনহাবাদ
চন্দ্রদ্বীপ
গৌড়
মাকসুদাবাদ
8431. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'? / কোন মুঘল সম্রাট গৌড়ের নাম দেন 'জান্নাতাবাদ'?
বাবর
হুমায়ুন
আকবর
জাহাঙ্গীর
8432. প্রাচীন গৌড়ের রাজধানী ছিল
পুন্ড্রনগর
কনৌজ
কর্ণাটক
কর্ণসুবর্ণ
8433. কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাংলায় স্থায়ী প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিলেন?
সম্রাট হুমায়ুন
সম্রাট আকবর
সম্রাট জাহাঙ্গীর
সম্রাট আওরঙ্গজেব
8434. . বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা বা নরপতি হলেন / প্রথম বাঙালি রাজা কে?
ধর্মপাল
গোপাল
শশাঙ্ক
দ্বিতীয় চন্দ্র গুপ্ত
8435. কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? / প্রাচীন বাংলার প্রথম নরপতি কে?
শশাঙ্ক
বর্মন
ভাস্কর
দেবগুপ্ত
8436. শশাঙ্কের রাজধানী ছিল
কর্ণসুবর্ণ
গৌড়
নদীয়া
ঢাকা
8437. 'মহারাজাধিরাজ' পদবি কারা গ্রহণ করেন?
আকবর, হুমায়ুন ও জাহাঙ্গীর
ধর্মপাল ও গোপাল
গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব
ইলিয়াস শাহ, তুগলক ও জালালউদ্দিন
8438. কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন?
বাবর
হুমায়ুন
আকবর
জাহঙ্গীর
8439. কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতুম সুবাহ্ (স্বর্গীয় প্রদেশ) বলে আখ্যায়িত করেছিলেন?
বাবর
হুমায়ুন
আকবর
জাহাঙ্গীর
8440. রাজমহলের যুদ্ধ কখন অনুষ্ঠিত হয়েছিল?
১৫৭৬
১৫৬০
১৫৫৬
১৫৫০