MCQ
10941. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে বেসামরিক প্রশাসন চালুর জন্যে কতটি বিধি জারি করেন?
২৮টি
৩৫টি
১১টি
২১টি
10942. কবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে?
৩০ আগস্ট, ২০১৭
৩০ অক্টোবর, ২০১৭
৩১ আগস্ট, ২০১৭
৩১ অক্টোবর, ২০১৭
10943. রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো তবুও এ দেশের মানুষকে--
স্বাধীনতা দেব
মুক্ত করবো
মুক্তির সংগ্রাম শিখাব
মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ্
10944. ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে কার ভাষণ অন্তর্ভুক্ত হয়েছে?
জওহরলাল নেহেরু
মাহাথির মোহাম্মাদ
ইন্দিরা গান্ধী
শেখ মুজিবুর রহমান
10945. . Choose the correct sentence-
He had been hunged for murder
He has been hunged for murder
He was hanged for murder
He was hunged of murder
ব্যাখ্যা: খুন করার অর্থে for murder ব্যবহৃত হয়, of murder নয়। ফাঁসি দেয়া hang যার past participle-hanged, ঝুলানো অর্থে hang এর past-hung এবং participle-hung (hunged নয়)।
10946. 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' বঙ্গবন্ধু এই ঘোষণা দিয়েছেন---
৩ মার্চ, ১৯৭১ সালে পল্টন ময়দানে
৭ মার্চ, ১৯৭১ সালে পল্টন ময়দানে
২৬ মার্চ, ১৯৭১ সালে ধানমন্ডির নিজ বাড়িতে
৭ মার্চ, ১৯৭১ সালে রমনা রেসকোর্স ময়দানে
10947. ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কী?
সামরিক আইন জারি করা
পুনরায় নির্বাচন দাবি
অনশন ধর্মঘট আহবান
স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তির সংগ্রামের ঘোষণা
10948. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম—
ভয়েস অব লিবার্টি
দ্য স্পিচ
ওরা ১১ জন
স্টপ জেনোসাইড
10949. 'প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল' উক্তিটি কার?
লিয়াকত আলী খান
মুহাম্মদ আলী জিন্নাহ
শেখ মুজিবুর রহমান
জিয়াউর রহমান
10950. ইউনেস্কোর কোন মহাপরিচালক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দেন---
জন ডব্লিউ টেইলর
লুথার ইভানস
ইরিনা বোকোভা
ভিট্রোরিনো ভেরেনেসে
10951. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
রেসকোর্স ময়দানে
প্রেসিডেন্ট ভবনে
পার্লামেন্ট ভবনে
লালদিঘী ময়দানে
10952. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কী হিসাবে স্বীকৃতি দিয়েছে?
ওয়ার্ল্ড মেমোরি হেরিটেজ
ওয়ার্ল্ড ওয়ার হেরিটেজ
ওয়ার্ল্ড হিস্ট্রিক্যাল হেরিটেজ
ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ
10953. কোন সংগঠন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে স্বীকৃতি দেয়?
ইউনেস্কো
ইউএনডিপি
ইউনিসেফ
বিশ্বব্যাংক
10954. ৭ মার্চ ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত?
রাজশাহী
খুলনা
জগন্নাথ
ঢাকা
10955. ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি?
স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
পুনরায় নির্বাচন দাবি
অনশন ধর্মঘট আহবান পুনরায় নির্বাচন দাবি
সামরিক আইন জারি করা
10956. সরকার ঘোষিত 'ঐতিহাসিক দিবস' কোনটি?
৭ মার্চ
১০ জানুয়ারি
১৭ মার্চ
২৬ মার্চ
10957. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সময়কাল কত মিনিট?
১৬
১৭
১৮ (১৮ মিনিট ৩৯ সেকেন্ড)
১৯
10958. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণটি দেন?
সোহরাওয়ার্দী উদ্যানে
পার্লামেন্ট ভবনে
ঢাকার রমনা পার্কে
মানিক মিয়া এভিনিউতে
10959. মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
৬ দফা
৪ দফা
১১ দফা
৭ দফা
10960. কত সালে পান্ডুলিপিবিহীন এবং অলিখিত কোন বিষয়কে ইউনেস্কোর ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টারে তালিকাভুক্ত করা হয়?
২০১৫
২০১৬
২০১৭
২০১৮