MCQ
10981. Who is the first martyr in our liberation war?
Motiur Rahman
Shangku Samajhdar
Nur Mohammad
Mustafa Kamal
10982. Choose the correct sentence.
Rahim ate almost the whole fish.
Rahim almost ate the whole fish.
Almost Rahim ate whole fish.
Rahim ate the whole fish almost.
ব্যাখ্যা: Almost একটি adverb যা কোনো verb, adjective-এর পূর্বে বসে তার দোষ-গুণ প্রকাশ করে। 'ate almost the whole fish' (প্রায় সম্পূর্ণ মাছটি খেল)- এটি যথার্থ অর্থবোধক।
10983. পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন কে?
তমিজউদ্দীন খান
সৈয়দ আজমত খান
ধীরেন্দ্রনাথ দত্ত
মনোরঞ্জন ধর
10984. কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন?
জনাব শাহজাহান সিরাজ
তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আ.স.ম আবদুর রব
ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী
তৎকালীন ছাত্রনেতা আবদুল কুদ্দুস মাখন
10985. ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
পার্লামেন্ট ভবনে
ঢাকার রমনা পার্কে
ঢাকার প্রেসিডেন্ট ভবনে
ঢাকার রেসকোর্স ময়দানে'
10986. ১৯৪৮ - ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়ে প্রতিবছর ভাষা দিবস বলে যে দিনটি পালন করা হতো ?
৩০ জানুয়ারি
২৬ ফেব্রুয়ারি
১১ মার্চ
২১ এপ্রিল
10987. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে 'জাতির জনক' ঘোষণা করা হয়?
১০ জানুয়ারি, ১৯৭২
১৬ ডিসেম্বর, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
৩ মার্চ, ১৯৭১
10988. Which party on the elections in Pakistan in 1970 in was not allowed to form government?
Muslim League
Awami League
Pakistan Peple's Party
Jamaat-e Islami Pakistan
10989. The correct sentence of the followings-
The Nile is longest river in Africa
The Nile is longest river in the Africa
Nile is longest river in Africa
The Nile is the longest river in Africa
ব্যাখ্যা: Nile - নীলনদ। যে কোনো নদীর নামের পূর্বে The বসে। আবার longest শব্দটি superlative বলে এর পূর্বেও the বসবে।
10990. বাংলাদেশের স্বাধীনতার ইশতাহার কবে কোথায় পাঠ করা হয়?
১৭ই এপ্রিল, ১৯৭১ মুজিবনগর
১০ই এপ্রিল, ১৯৭১ কুষ্টিয়া
২৬শে মার্চ, ১৯৭১ ধানমন্ডি
৩ মার্চ, ১৯৭১ পল্টন ময়দান
10991. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়-
কলকাতায়
চট্টগ্রামের পতেঙ্গায়
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে এক ছাত্রসভায়
কুর্মিটোলা ক্যান্টনমেন্টে
10992. Which of the following sentences is the correct one?
My father was in hospital during six weeks in summer
In summer during six weeks my father was in hospital
My father was in a hospital during six weeks in summer
My father was in hospital for six weeks during the summer
ব্যাখ্যা: এখানে period of time বুঝাতে for six weeks এবং গ্রীষ্মকালে বুঝাতে during শব্দটি ব্যবহার করা হয়েছে।
10993. Select the correct sentence.
The man was tall who stole my bag.
The man stole my bag who was tall.
The man who stole my bag was tall.
The man was tall who is stealing tall my bag.
ব্যাখ্যা: Relative pronoun 'who' Antecedent-এর পরেই বসে।
10994. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন (hoisted) করা হয়-
২ মার্চ, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
10995. সরকার ঘোষিত 'ঐতিহাসিক দিবস' কোনটি?
১০ জানুয়ারি
১৭ মার্চ
৭ মার্চ
২৬ মার্চ
10996. ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।' কে এই নেতা?
খাজা নাজিমউদ্দীন
লিয়াকত আলী খান
মোহাম্মদ আলী জিন্নাহ
আইয়ুব খান
10997. Identify the correct sentence
she had faith in and hopes for the future.
She had faith and hopes for the future.
she had faith and hopes in the future.
she had faith and hopes in future.
ব্যাখ্যা: Faith এবং hope-এ দুটি noun একত্রে in অথবা for preposition সহ ব্যবহৃত হলে অর্থ যথার্থ হয় না। বরং faith in অর্থ হলো কোনো কিছুতে বিশ্বাস রাখা। অন্যদিকে hope for (কোনো বিষয়ে আশা প্রকাশ করা)।
10998. ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি দেন --
পল্টন ময়দানে
মানিক মিয়া এ্যাভিনিউতে
সোহরাওয়ার্দী উদ্যানে
লালদিঘী ময়দানে
10999. বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?
২ মার্চ
৩ মার্চ
১৬ মার্চ
২৬ মার্চ
11000. কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয়?
১১ মার্চ, ১৯৪৭
১১ মার্চ, ১৯৪৮
১৭ মার্চ, ১৯৪৯
৭ মার্চ, ১৯৫৭