MCQ
13381. যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষ্য, তাকে কোন সমাস বলে?
অলুক বহুব্রীহি
সংখ্যাবাচক বহুব্রীহি
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
13382. 'সোনামুখী' কোন সমাস?
উপমান
উপমিত
রূপক
মধ্যপদলোপী
13383. 'কানাকানি' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
অলুক বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
অব্যয়ীভাব
সপ্তমী তৎপুরুষ
13384. ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
কোলে কোলে যে মিলন = কোলাকুলি
অক্ষির অগোচরে = পরোক্ষ
হাতে চালানো পাখা = হাতপাখা
ঘঋণ থেকে মুক্ত = ঋণমুক্ত
13385. কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি?
রাখালী
এক পয়সার বাঁশি
বালুচর
ধানক্ষেত
13386. নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
বীণাপাণি
চৌরাস্তা
বনস্পতি
সিংহাসন
13387. . 'বীণাপাণি' কোন সমাস?
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
13388. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
একাদশ (একা অধিক দশ)
হাতাহাতি (হাতে হাতে যে দ্বন্দ্ব)
মানানের অভাব (বেমানান)
দুঃখাতীত (দুঃখকে অতীত)
13389. নিচের সমাসবদ্ধ পদগুলোর মাঝে কোনটি 'ব্যতিহার বহুব্রীহি'র উদাত্রণ?
দশহাতি
হাতাহাতি
দশানন
দ্বিপদ
13390. 'নীলাম্বর' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
ব্যাখ্যা: নীল অম্বর যার- বহুব্রীহি সমাস; কিন্তু নীল যে অম্বর- কর্মধারয় সমাস।
Mote: ক,গ
13391. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
চিরসুখ
সুগন্ধি
খেয়াঘাট
আজীবন
13392. 'আশীবিষ' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
ব্যাধিকরণ বহুব্রীহি
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
প্রত্যয়ান্ত বহুব্রীহি
13393. পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?
সমানাধিকরণ
প্রত্যয়ান্ত
ব্যাধিকরণ
ব্যতিহার
13394. 'অসুখ' কোন সমাস (নাই সুখ যার)?
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
13395. 'লাঠালাঠি' কোন সমাস?
প্রাদি সমাস
ব্যতিহার বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
13396. 'অবোধ' কোন সমাস (নাই বোধ যার)?
অব্যয়ীভাব
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
13397. 'অপয়া' শব্দটি কোন সমাস?
কর্মধারয় সমাস
বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
অব্যয়ীভাব সমাস
13398. 'গোঁফখেজুরে' কোন সমাস?
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
দ্বিগু
13399. . 'খোশমেজাজ' যে ধরনের সমাসের উদাহরণ-
সাধারণ কর্মধারয়
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
উপপদ তৎপুরুষ
13400. 'অধর্ম' শব্দের সমস্যমান পদ কোনটি?
ধর্ম নেই যার
ধর্মহীন যে
ধর্মের অভাব
নেই ধর্ম যার