MCQ
13421. নিচের কোনটি নজরুল ইসলামের রচনা?
গোরা
কবি
আনন্দমঠ
বাঁধনহারা
13422. নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন?
সবুজপত্র
কল্লোল
শনিবারের চিঠি
ধূমকেতু
13423. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়?
আরেক ফাল্গুন
ব্যথার দান
রিক্তের বেদন
মৃত্যুক্ষুধা
13424. কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত 'ধূমকেতু' কোন ধরনের প্রকাশনা?
কবিতা
উপন্যাস
পত্রিকা
ছোটগল্প
13425. নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে?
অগ্নিবীণা
ব্যথার দান
বিষের বাঁশি
ছায়ানট
13426. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?
বিষের বাঁশী
অগ্নিবীণা
সিন্ধু-হিন্দোল
চক্রবাক
13427. কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়?
স্বাধীনতা পুরস্কার
একুশে পদক
বাংলা একাডেমি পদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
13428. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি?
শিউলিমালা
মৃত্যুক্ষুধা
বাঁধনহারা
কুহেলিকা
13429. 'সাম্যবাদী' কবিতার কবি কে?
সুকান্ত ভট্টাচার্য
কাজী নজরুল ইসলাম
সমরেশ বসু
সুভাষ মুখোপাধ্যায়
13430. 'তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব- সে ভরসা আজ মিছে' কবিতার চরণ দু'টি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
সুকান্ত ভট্টাচার্য
মধুসূদন দত্ত
কাজী নজরুল ইসলাম
13431. এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।"- কার লেখা?
আহসান হাবীব
আবু জাফর ওবায়দুল্লাহ
শামসুর রাহমান
কাজী নজরুল ইসলাম
13432. কাজী নজরুল ইসলামের বিদ্রোহমূলক কাব্য-
অগ্নিবীণা
দোলনচাঁপা
ছায়ানট
চক্রবাক
13433. 'অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর'- কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ?
নারী
মানুষ
সাম্যবাদী
সব্যসাচী
13434. নিচের যেটি কাজী নজরুল ইসলামের প্রাপ্ত পুরস্কার বা উপাধি নয়-
পদ্মভূষণ
একুশে পদক
জগত্তারিণী পদক
মুক্তিযুদ্ধ সম্মাননা পদক
13435. কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়?
বাঁধনহারা
নদীবক্ষে
কুহেলিকা
মৃত্যুক্ষুধা
13436. নিচের কবিতাগুলোর মধ্যে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
মানুষ
আসমানী
খেয়াপারের তরুণী
কুলি-মজুর
13437. আমপারার কাব্যানুবাদ করেন-
গোলাম মোস্তফা
ফররুখ আহমদ
কাজী নজরুল ইসলাম
সৈয়দ আলী আহসন
13438. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি?
মৃত্যুক্ষুধা
জীবনক্ষুধা
বাঁধনহারা
কুহেলিকা
13439. কাজী নজরুল ইসলামের রচনায় কোন চলচ্চিত্র নির্মিত হয়?
পাতালপুরী
বিদ্যাপতি
গ্রহের ফের
চৌরঙ্গী
13440. 'দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার' পঙ্ক্তিতে। 'কান্তার' শব্দের অর্থ কি?
রাস্তা
বনজঙ্গল
নদী
আকাশ