MCQ
14061. নিচের কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
শেষের কবিতা
মানসী
সোনার তরী
দোলনচাঁপা
14062. 'পঞ্চভূত' কার লেখা-
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
14063. 'জীবনস্মৃতি' কার রচনা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
রোকেয়া সাখাওয়াত হোসেন
14064. 'রক্তকরবী' ও 'রক্তাক্ত প্রান্তর' লিখেছেন যথাক্রমে-
মুনীর চৌধুরী ও জহির রায়হান
রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী
জহির রায়হান ও শহীদুল্লা কায়সার
মুনীর চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুর
14065. 'রক্তকরবী' কী?
রবীন্দ্রনাথের নাটক
তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের উপন্যাস
বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ
সৈয়দ শামসুল হকের নাটক
14066. রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন?
শেষের কবিতা
তাসের দেশ
কালের যাত্রা
বসন্ত
14067. 'ছিন্নপত্র' এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
ইন্দিরা দেবী
কাদম্বরী দেবী
মৃণালিনী দেবী
মৈত্রেয়ী দেবী
14068. 'কালের যাত্রা' নাটকটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
নবীনচন্দ্র সেন
অমৃতলাল বসু
মনোমোহন বসু
14069. রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বিসর্জন
ডাকঘর
বসন্ত
অচলায়তন
14070. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
চোখের বালি
বলাকা
ঘরে-বাইরে
রক্তকরবী
14071. রবীন্দ্রনাথ ঠাকুর নিচের রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন?
চার অধ্যায়
সঞ্চয়িতা
কালের যাত্রা
শেষ লেখা
14072. 'রক্তকরবী' নাটকটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
কাজী নজরুল ইসলাম
ইব্রাহীম খাঁ
14073. 'দেনাপাওনা' উপন্যাস ও 'দেনাপাওনা' ছোটগল্পের লেখক যথাক্রমে-
রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
14074. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ-
য়ুরোপ প্রবাসীর পত্র
জাপান যাত্রীর পত্র
ঘুরোপ যাত্রীর ডায়ারি
জাভা যাত্রীর পত্র
14075. রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল-
রাজা ও রানী
তাসের ঘর
ডাকঘর
প্রায়শ্চিত্ত
14076. 'বিসর্জন' কার রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
সেলিম আল দীন
কাজী নজরুল ইসলাম
গিরিশচন্দ্র ঘোষ
14077. 'কালান্তর' শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
প্রমথ চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর
14078. 'চিরকুমার সভা' নাটকটির রচয়িতা কে?
নুরুল মোমেন
মীর মশাররফ হোসেন
মুনীর চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর
14079. 'ছিন্নপত্র' রচনাটি কোন শ্রেণির?
ছোটগল্প
আত্মকথন
নাটক
রম্যরচনা
14080. 'তাসের দেশ' নাটকটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
অমৃতলাল বসু
আকবর উদ্দীন