MCQ
14121. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
শেষ লেখা
শেষ কথা
শেষ প্রশ্ন
শেষ দিন
14122. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস?
কাগজ ও পত্র = কাগজ পত্র
সাপে ও নেউলে = সাপে নেউলে
কাগজ ও কলম = কাগজ কলম
যাকে ও তাকে যাকে তাকে
14123. অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?
মায়ে-ঝিয়ে
ভাইবোন
ঘরবাড়ি
দম্পতি
14124. রবীন্দ্রনাথের 'সোনার তরী' কোন ছন্দে রচিত?
স্বরবৃত্ত
মন্দাক্রান্তা
অক্ষরবৃত্ত
মাত্রাবৃত্ত
14125. কোনটি দ্বন্দ্ব সমাস?
মধুকণ্ঠি
রাতকানা
গোমড়ামুখো
হাট-বাজার
14126. পদাবলি লিখেছেন-
রবীন্দ্রনাথ ঠাকুর
মাইকেল মধুসুদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
কায়কোবাদ
14127. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলি' এর রচিয়তা কে?
ভানু বন্দোপাধ্যায়
ভারতচন্দ্র
রবীন্দ্রনাথ ঠাকুর
চণ্ডীদাস
14128. রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি?
পরিশেষ
জন্মদিনে
শেষ লেখা
পুনশ্চ
14129. 'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ভানুসিংহের পদাবলি
কবি কাহিনী
চিত্রাঙ্গদা
সোনার তরী
14130. 'হাট-বাজার' কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
বিপরীতার্থে
মিলনার্থে
বিরোধার্থে
সমার্থে
14131. 'শেষের কবিতা' উপন্যাস হলে 'শেষ লেখা' কী?
কাব্যগ্রন্থ
নাটক
উপন্যাস
প্রহসন
14132. 'সোনার তরী' কাব্যের লেখক কে?
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
14133. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলি'র ভাষা-
সৌরসেনী অপভ্রংশ
ব্রজবুলি
বঙ্গকামরূপী
বঙ্গভাষা
14134. রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঊর্বশী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক্ষণিকা
বলাকা
চিত্রা
সোনার তরী
14135. কোনটি 'অলুক দ্বন্দ্ব' সমাসের উদাহরণ?
ঘরে-বাইরে
ঘর-বাড়ি
ভাই-বোন
আমরা
14136. রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত, সেটি কোনটি?
বাংলাদেশর জাতীয় সংগীত
গল্পগুচ্ছ
সঞ্চয়িতা
গীতাঞ্জলি
14137. 'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষ্ণু দে
14138. 'বিদায় অভিশাপ' কবিতাটি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
মাইকেল মধুসূদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
14139. 'জলে-স্থলে' কী সমাস?
সমার্থক দ্বন্দ্ব
বিপরীতার্থক দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব
একশেষ দ্বন্দ্ব
14140. অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?
দুধে-ভাতে
মাতা-পিতা
কম-বেশি
সাত-পাঁচ