MCQ
15841. 'অনুসন্ধান' শব্দটি কয়টি উপসর্গ সহযোগে গঠিত?
একটি
দুটি
তিনটি
চারটি
15842. 'কারসাজি' শব্দে কোন ভাষার উপসর্গ আছে?
আরবি
ফারসি
সংস্কৃত
ইংরেজি
15843. নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে?
গ্রহ
তারা
উপগ্রহ
চন্দ্রগ্রহণ
15844. কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়?
নি, অব, দূর, অপি
অপ, নির, সু, আ
আাব, স, না, কার
উৎ, বি, অভি, পরা
15845. নিচের কোনটি তৎসম উপসর্গ?
প্র
বে
গর
লা
15846. 'নাবালক' শব্দের 'না' উপসর্গ কোন ভাষা থেকে এসেছে?
আরবি
ফারসি
হিন্দি
ইংরেজি
15847. উপসর্গজাত শব্দ কোনটি?
অপিচ
অধীত
অজিন
অগ্রজ
15848. নিচের কোন উপসর্গটি সামীপ্য অর্থে ব্যবহৃত হয়েছে?
উপকূল
অধিকার
উৎফুল্ল
পরিপক্ব
15849. 'উপ' যোগে গঠিত নিচের কোন শব্দে 'উপ' ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে?
উপসাগর
উপকথা
উপবন
উপকূল
15850. নিচের কোন শব্দটিতে 'উপ' ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে?
উপকণ্ঠ
উপস্থিত
উপকূল
উপনেতা
15851. উপসর্গ কোনটি?
অতি
চেয়ে
থেকে
দ্বারা
15852. বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো?
১৯ টি
২০ টি
২১ টি
অনির্ণেয়
15853. 'উপগ্রহ' শব্দটির 'উপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক্ষুদ্র
বিশেষ
সামীপ্য
সদৃশ
15854. কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ?
প্রত্যেক
পুকুরে
বড়াই
নিবাস
15855. নিচের কোনটি তৎসম উপসর্গ নয়?
দ্বারা
উপ
অভি
সম
15856. উপসর্গ নিষ্পন্ন শব্দ কোনটি?
বড়াই
ছাত্রকে
অভিমুখ
চৌরাস্তা
15857. কোনটি উপসর্গ নয়?
অতি
অনু
অভি
অপু
15858. 'পরাজয়ের' শব্দটিতে কোনটি উপসর্গ?
জয়
এর
পরা
জয়ের
15859. কোনটি উপসর্গ নয়?
প্র
পরি
পরা
আমি
15860. 'বিচরণ' শব্দে 'বি' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
সাধারণ
প্রভাব
অভাব
গতি