MCQ
15881. ক থেকে ও পর্যন্ত ৫টি ধ্বনি হচ্ছে-
তালব্য ধ্বনি
ঘোষধ্বনি
কর্কশ ধ্বনি
কণ্ঠ্যধ্বনি
15882. উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা শুদ্ধ স্বরধ্বনির সংখ্যা কতটি?
৭টি
৯টি
১০টি
১১টি
15883. নিম্নের কোনটি শব্দের আগে বসে?
অনুসর্গ
বিভক্তি
উপসর্গ
প্রত্যয়
15884. বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য কয়টি সংখ্যাবর্ণ রয়েছে?
৯টি
৮টি
৫টি
১০টি
15885. 'অজপাড়াগাঁ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
গভীর
প্রত্যন্ত
নিবিড়
আদি
15886. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
অজ
ফি
অতি
খাস
15887. বাংলা বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা যায়?
৩
8
২
৫
15888. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
ধ্বনি দৃশ্যমান
মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বা ধ্বনি
ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
15889. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
অ
ও
আ
এ
15890. নিচের কোনটি তালব্য বর্ণ?
প
চ
ঘ
ট
15891. খাঁটি বাংলা উপসর্গ যোগে কোন শব্দটি গঠিত-
প্রবাহ
অজপাড়াগাঁ
খয়ের খাঁ
বেআদব
15892. 'নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে' / কার অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে?
অনুসর্গের
বিভক্তির
পদাশ্রিত অব্যয়ের
উপসর্গের
15893. ইংরেজি 'Prefix' শব্দকে বাংলায় কী বলে?
অনুসর্গ
সমাস
কারক
উপসর্গ
15894. বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
15895. যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে, তাদের বলে-
উপসর্গ
অনুসর্গ
কারক
প্রত্যয়
15896. উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?
বিশেষ্য
সর্বনাম
বিশেষণ
অব্যয়
15897. উপসর্গের কাজ কী?
বর্ণ সংরক্ষণ
যতি সংস্থাপন
ভাবের পার্থক্য নিরূপণ
নতুন শব্দ গঠন
15898. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
ঔ
ঋ
ঈ
অ
15899. উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ?
ঙ, হ
য, য়
ঋ, ঢ়
ও, ঔ
15900. বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
১৯টি
২১টি
২০টি
২২টি