Image
MCQ
16521. 'মনোযোগ' শব্দটি কোন সন্ধিতে গঠিত?
স্বরসন্ধি
ব্যঞ্জন সন্ধি
বিসর্গ সন্ধি
নিপাতনে সিদ্ধ
16522. কোনটি শুদ্ধ বানান?
অধ্যাবসায়
অধ্যাবশায়
অধ্যবসায়
অধ্যাবষায়
16523. 'মনোযোগ' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
মন+যোগ
মন+উৎ+যোগ
মনঃ+যোগ
মনো+যোগ
16524. 'অধোগতি' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
অধ+গতি
অধঃ+গতি
অধ+অগতি
অধঃ+অগতি
16525. কোনটি শুদ্ধ বানান?
আলস্যতা
অলস্য
আলস্য
আলসতা
16526. কোনটি শুদ্ধ বানান?
অদ্যপি
অদ্যাপি
অদ্যপী
অদ্যাপী
16527. কোনটি শুদ্ধ বানান?
আমাবশ্যা
অমাবস্যা
অমাবশ্যা
অমাবষ্যা
16528. 'ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
তত+অধিক
ততঃ+অধিক
ততো+অধিক
কোনোটিই নয়
16529. কোনটি শুদ্ধ বানান?
ঈন্দ্রীয়
ঈন্দ্রিয়
ইন্দ্রিয়
ইন্দ্রীয়
16530. 'সদ্যোজাত' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
সৎ+জাত
সদ্যো+জাত
সদ্যঃ+জাত
সদ্য+জাত
16531. 'তপোবন' এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
তপ+বন
তপঃ+বন
তপো+বন
তপ+উবন
16532. কোনটি শুদ্ধ বানান?
আদ্যোক্ষর
আদ্যাক্ষর
আদ্যক্ষর
আদ্যাখর
16533. কোনটি শুদ্ধ বানান?
উর্মি
উর্মী
ঊর্মি
ঊর্মী
16534. কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয়-
১৯৩৫ সালে
১৯৩৬ সালে
১৯৩৭ সালে
১৯৩৯ সালে
16535. কোনটি শুদ্ধ শব্দ?
সাক্ষ্যদান
সাক্ষীদান
সাক্ষীবলা
সাক্ষ্য উপস্থিত
16536. 'নীরস' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি-
নি+-রস
নী+রস
নিঃ+রস
নীঃ+রস
16537. কোন বানানটি শুদ্ধ?
উন্মিলন
উন্মীলণ
উন্মিলণ
উন্মীলন
16538. বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ?
হাতি/হাতী
জাতি/জাতী
নারি/নারী
দাদি/দাদী
16539. নিচের কোন বানানটি শুদ্ধ?
মনীষী
মনীষি
মনিষি
মনিষী
16540. কোন বানানটি শুদ্ধ?
অধগতি
অধোগতি
অধঃগতি
অধোঃগতি