Image
MCQ
301. ৫০ কেজি ওজনের দুই ব্যাগ সিমেন্ট গোলানোর জন্য কত লিটার পানির প্রয়োজন?
33
37
45
41
302. ইয়ং এর গুণাঙ্ক কার সবথেকে বেশি
রাবার
তামা
স্বর্ণ
ইস্পাত
304. দুটি ঘন্টা যথাক্রমে ৬ ঘন্টা এবং ৮ ঘন্টা পর পর বাজে। দুপুর ১২ টায় দুটি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে।
১২ টা ১০ মিনিট
১২ টা ১৮ মিনিট
১২ টা ২৪ মিনিট
১২ টা ৩০ মিনিট
305. উন্নত মানের বালু কখনো -হতে আহরিত হয় না।
নদী
চর
সাগর
নালা
306. Fillin the blanks with appropriate words. Among is a preposition that is used when..... people are involved.
Two
more than two
Four only
two or more than two
307. বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলে কাজের মান শূন্য হবে?
৯০
৬০
১৮০
309. A piece of timber whose thickness and width are respectively 5 cm and 10 cm is called. (৫ সেমি. পুরু ও ১০ সেমি. প্রশস্থ কাঠকে বলে-)
Slate
Pluk
Strip
Board
310. একদল সৈন্য ট্রেনিং করছে। একজন লোক সৈন্যদলের একজনকে জিজ্ঞাসা করলো তোমরা কত জন? উত্তরে সৈন্যটি বললো আছি যত আসবে তত, তার অর্ধেক, তার সিকি এবং তোমাকে নিয়ে শতজন। কয়জন সৈন্য ট্রেনিং নিচ্ছে?
১৮ জন
৪৩ জন
৩৬ জন
৪৮ জন
311. কোন ধর্মেও কারণে বৃষ্টির ফোটা গোলাকার হয়-
সংশক্তি
সংযুক্তি
সান্দ্রতা
তলটান
313. ভূমিকম্পে সৃষ্ঠ তরঙ্গ কি ধরণের-
আড় তরঙ্গ
লাম্বিক তরঙ্গ
আড় ও লাম্বিক তরঙ্গ
স্থির তরঙ্গ
314. আধুনিক জেন্ট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়?
অভিকর্ষ সূত্র
নিউটনের গতি সূত্র
ফ্যারেডের সূত্র
ভরবেগের নিত্যতা সূত্র
315. দালিয়ান কোন দেশের সমুদ্র বন্দর?
সুদান
ইরান
ইয়েমেন
চীন
316. ৩! (৭-২)। এর মান কোনটি? What is the value of 3! (7-2)!?
৫!
৬!
১০!
১২!
317. কোন সংখ্যাকে ১০,০০০ দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ ৫৭ হয় তবে ঐ সংখ্যাটিকে ১০০০ দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে?
৫৭
৫৭০
318. সর্বোচ্চ ৭২% লোহা থাকে..... রডে।
ম্যাগনেটাইট
হেমাটাইট
লিমোনাইট
ব্ল্যাক ব্যান্ড
319. দুটি ঘন্টা যথাক্রমে ৬ ঘন্টা এবং ৮ ঘন্টা পর পর বেজে উঠলে কতক্ষণ পর পর এরা একত্রে বেজে উঠবে?
৫ ঘন্টা
৮ ঘন্টা
১২ ঘন্টা
২৪ ঘন্টা
320. কাস্ট আয়রণ- প্রতিক্রিয়ায় আহরিত হয়
বেইজমার
সিমেন্টেশন
ক্রসিবল
ফার্নেস