EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1781. 100 μh -এর একটি ইন্ডাকটর এবং 5 Ω -এর একটি রেজিস্টরের সাথে 300pf-এর একটি ক্যাপাসিটর সিরিজে সংযোগ করা হলো। রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সিতে 10V প্রয়োগ করা হলে কারেন্ট হবে-
150μΑ
2A
0.1A
15μA
1782. একটি সার্কিটে সুইচ যখন 'অফ' করা হয়, তখন অগ্নিস্ফুলিঙ্গ দেখা দিতে পারে, যদি সার্কিটটি-
উচ্চমানের ইন্ডাকটিভ হয়
উচ্চমানের ক্যাপাসিটিভ হয়
উচ্চমানের রেজিস্টিভ হয়
রেজোন্যান্ট সার্কিট হয়
1783. একটি RLC সিরিজ সার্কিটের রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি 600Hz। যদি L. এর মান চারগুণ এবং C-এর মান নয়গুণ বৃদ্ধি করা হয়, তবে নতুন রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সির মান হবে-
17Hz
100Hz
900Hz
3600Hz
1787. একটি RI. সার্কিটে কারেন্ট এর চূড়ান্ত স্থিত মানের-- অংশ পর্যন্ত পৌঁছাতে যে সময়ের প্রয়োজন, সেটাই টাইম কনস্ট্যান্ট।
0.632
0.636
0.737
0.707
1788. রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সির নিচে যে-কোনো ফ্রিকুয়েন্সিতে ইস্পিড্যান্স হবে-
ক্যাপাসিটিভ
ইন্ডাকটিভ
বেজিস্টিভ
কোনোটিই নয়
1790. কোনটি ট্যানজিয়েন্টের কারণ নয়--
সার্কিটকে হ্যঠাৎ সরবরাহের সাথে সংযুক্ত বা বিচ্ছিন্ন করলে
সার্কিটে ওভারলোড দেখা দিলে
সার্কিটে শর্টসার্কিট দেখা দিলে
প্রয়োগকৃত ভোল্টেজে হঠাৎ পরিবর্তন দেখা দিলে
1794. কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার?
Maya
AVG
Google
Outlook
ব্যাখ্যা: Antivirus Software = AVAST, AVG, AVIRA, MSE, Ad-Aware, Amiti-MCAfee, Kaspersky, Norton.
1797. টাইম কনস্ট্যান্টের একক-
হেনরি/ওহম
হেনরি/সেকেন্ড
ওহম/সেকেন্ড
সেকেন্ড
1798. একটি RLC সিরিজ সার্কিটে R= 5Ω L=300μh C = 3uf- হলে রেজোন্যান্স ইম্পিড্যান্স হবে-
10Ω
20Ω
30×10^6Ω
1799. RC সিরিজ সার্কিটে ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ উত্থানের প্রারম্ভিক হার নির্ণয় করা হয়-
dθ/dt= V Volt/sec
dθ/dt=RC/Vsec/Volt
dθ=RC/Vdt
dt/dθ=V/RC Volflohm
1800. একটি RLC সিরিজ সার্কিটে R = 10k Ω, L = 10mb, C = 0.02µf এবং প্রয়োগকৃত ভোল্টেজ 100V হলে রেজোন্যান্সে সরবরাহকৃত পাওয়ার হবে-
0W
20W
1W
100W