Image
MCQ
1302. বাংলাদেশের নির্ণীয়মান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা হয়-
1000MW
2x 1500MW
1200MW
2 x 1200MW
1303. বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
Bheramara
Pabna
Rooppur
Kushtia
1304. ৮ কিলোওয়াটের একটি লোড ৮০% ল্যাগিং পাওয়ার। ফ্যাক্টরে চলে। ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে পাওয়ার। ফ্যাক্টর ১০০% এ উন্নীত করতে হলে ঐ ক্যাপাসিটর ব্যাংকের রেটিং কত হবে?
২ কেভিএআর
৬ কেভিএআর
৪ কেভিএআর
৮ কেভিএআর
1305. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা-
2 x 50MW
230MW
3x40MW
330MW
1306. নিম্নের কোন ধরনের বিদ্যুৎ কেন্দ্রের জন্য বেশি জায়গা দরকার?
ডিজেল পাওয়ার প্লান্ট
স্টিম পাওয়ার প্লান্ট
উভয়ের জন্যই সমান
কোনোটিই নহে
1307. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষেত্রে নিচের কোন বর্ণনাটি সবচেয়ে সঠিক?
অধিক বিদ্যুৎ উৎপাদন
ভূমিকম্পজনিত ক্ষতি
বিকিরণজনিত ক্ষতি
উপরের সবগুলো
1308. গ্রাহকদের জন্য সবচেয়ে লাভজনক পাওয়ার ফ্যাক্টর কোনটি?
০.৯৫ ল্যাগিং
০.৯ ল্যাগিং
০.৯৫ লিডিং
০.৮ লিডিং
1311. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহৃত হয়-
গ্যাস টারবাইন
ওয়াটার টারবাইন
স্টিম টারবাইন
ডিজেল টারবাইন
1312. দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র কোথায়?
কাপ্তাই
ঘোড়াশাল
ময়মনসিংহ
বরিশাল
1313. পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সবচেয়ে সুবিধাজনক পাওয়ার প্লান্ট কোন্টি?
স্টিম পাওয়ার প্লান্ট
ডিজেল পাওয়ার প্লান্ট
হাইড্রো-ইলেকট্রিক প্লান্ট
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট
1315. লাইফ লাইন বিদ্যুতায়ন যে-ক্ষেত্রে প্রযোজ্য-
যে-কোনো নিম্নচাপ বিদ্যুৎ গ্রাহকের জন্য
১০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
১৫ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
২০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
1316. হাই-ফ্রিকুয়েন্সি পাওয়ার সরবরাহের জন্য কোনটি বেশি উপযোগী?
ইনভার্টার
রেকটিফায়ার
কনভার্টার
চপার
1317. স্ট্যান্ডবাই পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করা যায় না-
আইপিএস
জেনারেটর
ইউপিএস
গ্যাস টারবাইন
1318. সাধারণত স্টিম পাওয়ার প্লান্ট কোন নীতিতে কাজ করে?
র‍্যাংকিন সাইকেল
ডুয়াল সাইকেল
অটো সাইকেল
কোনোটিই নহে
1319. আমাদের দেশের শহর এলাকাতে Roof top photovoltaic system-
সরাসরি battery-তে
নিকটস্থ transformer-এ
ভবনের বৈদ্যুতিক
উপরের কোনোটিই নয়
1320. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়?
বায়ুশক্তি
সৌরশক্তি
প্রাকৃতিক গ্যাস
জোয়ারভাটা