MCQ
1341. নিউক্লিয়ারে কী জ্বালানি ব্যবহৃত হয়?
গ্যাস
U-235
কয়লা
নিউটন
1342. সিস্টেম লস কত % এর বেশি হওয়া উচিত নয়?
৩%
৫%
৮%
১০%
1343. বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ Frequency হচ্ছে-
৬০ Hertz
৫o Hertz
৫১ Hertz
৪৯ Hertz
1344. Life line গ্রাহকের জন্য এককপ্রতি নতুন rate হচ্ছে-
৩.৫০ টাকা
৩.৫৭ টাকা
৪.০৫ টাকা
৩.৮৫ টাকা
1345. NPCBL-কে কোন দেশ সহায়তা করছে?
USA
রাশিয়া
চীন
UK
1346. বাংলাদেশে স্বায়ত্তশাসিত বিদ্যুৎ বিতরণ সংস্থা মোট-
২টি
৩টি
৬টি
৫টি
1347. Prepaid মিটারে কোন লস কম হয়?
কারিগরি
অকারিগরি
যান্ত্রিক
সিস্টেম
1348. পল্লিবিদ্যুৎ সমিতিগুলো কী?
সরকারি সংস্থা
অর্ধসরকারি সংস্থা
স্বায়ত্তশাসিত সংস্থা
কোনোটিই নয়
1349. বাংলাদেশ পল্লিবিদ্যুতায়ন বোর্ডের আনুমানিক গ্রাহক সংখ্যা কত?
২.৭০ লক্ষ
৩ লক্ষ
২.৫০ লক্ষ
কোনোটিই নয়
1350. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ কোন মন্ত্রণালয়ের অধীন?
Power
Science & Technology
Ministry of Power, Energy and Mineal Resources
এনার্জি
1351. ডিপিডিসি'র মোট গ্রাহক সংখ্যা প্রায়-
১১ লাখ
১৫ লাখ
১৩ লাখ
১০.৫ লাখ
1352. কোনটি নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ?
ফটোভোল্টাইক
মার্শাল সেল
Wind
Nuclear
1353. 881 Combind cycle power plant-এর দক্ষতা বেশি-
50%
40%
35%
30%
1354. 230 kV Supply লাইন হতে সাপ্লাই দেওয়া হয় চাহিদা কত হলে?
100 MW
140 MW
230 MW
150 MW
1355. ডিপিডিসি এলাকার বাইরে কোনটি?
ধানমন্ডি
নারায়ণগঞ্জ
ফতুল্লা
পূর্বাচল
1356. কারিগরি লস কোনটি?
বিদ্যুৎ উৎপাদন থেকে গ্রাহক পর্যন্ত ব্যবহার
যন্ত্রপাতি লস, পরিবহন লস
বিলিং লস
কোনোটিই নয়
1357. ডিপিডিসি এলাকার Peak demand প্রায়-
১৬০০MW
২০০০MW
১০০০MW
১৪০০MW
1358. কোনটির লস বেশি?
230 kV
132 kV
1100V
400 K
1359. মাসিক কত একক (kWh) পর্যন্ত বিদ্যুৎ খরচ করলে Life line গ্রাহ হিসেবে ধরা হয়?
১০
৩০
৫০
৭৫
1360. কোনো বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎশক্তি দ্বারা প্রতি সেকেন্ডে 5 × 10° Joule কাজ করা যায়। বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত?
50MW
500MW
100MW
5MW