MCQ
1321. Diesel power plant সাধারণত হিসেবে ব্যবহৃত হয়--
Peak loadplant
base load plant
standby plant
কোনোটিই নয়
1322. বাংলাদেশে শক্তির উৎসগুলোর মধ্যে বেশি ব্যবহার হচ্ছে-
Coal
Wind
Natural Gas
Solar
1323. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
কয়লা
সৌরশক্তি
প্রাকৃতিক গ্যাস
তেল
1324. Nuclear Power Plant-এর কার্যপ্রণালির সাদৃশ্য হলো-
Gas Turbine Power Plant
Water Turbine Power Plant
Steam Turbine Power Plant
Diesel Power Plant
1325. Solar PV কী ধরনের বিদ্যুৎ উৎপাদন করে?
DC
AC
উভয়- ক, খ
কোনোটিই নয়
1326. বাখরাবাদ গ্যাসক্ষেত্র কোন উপজেলায় অবস্থিত?
মুরাদনগর
হোমনা
বাঞ্ছারামপুর
নবীনগর
1327. বাংলাদেশের কোন অঞ্চলে বর্তমানে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়?
পূর্বাঞ্চলে
দক্ষিণাঞ্চলে
উত্তরাঞ্চলে
পশ্চিমাঞ্চলে
1328. কোনটি Grid substation?
33/11 kV
132/11kV
11/132 kV
11.0.kV
1329. কোন ধরনের power plant-এর running cost সবচেয়ে কম?
Nuclear
Thermal
Hydro
Diesel
1330. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু কোন সাল থেকে?
১৯৬৬
১৯৭২
১৯৭০
১৯৭৪
1331. বাংলাদেশের আনুমানিক কত শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধায় আসছে?
৯৪%
৯০%
৮৫%
কোনোটিই নয়
1332. Nuclear Power Plant-এ কোন ধরনের material coolant হিসেবে ব্যবহৃত হয়?
Liquid sodium
graphite
beryllium
সব কয়টি
1333. ২০১৮ সালে DESCO এলাকাতে Pick demand ছিল আনুমানিক-
1700MW
1000MW
2000MW
2500MW
1334. PGCB বিদ্যুৎ--
বিতরণ করে
উৎপাদন করে
সঞ্চালন করে
বিক্রি করে
1335. রূপপুর পারমাণবিক প্রকল্পটি কোন জেলায় হচ্ছে?
কুষ্টিয়া
পাবনা
বগুড়া
দিনাজপুর
1336. বাংলাদেশের Power Sector-কে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
1
2
3
4
1337. বাংলাদেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা কত?
২৪টি
২৫টি
২৬টি
২৮টি
1338. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
ম্যাগনেশিয়াম
পটাশিয়াম
জিংক
1339. Load Factor= 100% মানে-
Peak load Average load
Peak load<Average load
Peak load =Average load
None
1340. কোন বিদ্যুৎ কেন্দ্রের দক্ষতা অধিক?
সৌর
থারমাল
কম্বাইন্ড সাইকেল
বায়ু